আমার নাড়ি বাঁধা – আব্দুল মালেক জাগরণী

 

শিশির শিশির শিউলি ভেজা প্রাণ
হাতের তালুই রাখি
মিষ্টি রোদের খানিক ঝিলিক
গুড়-মুড়িতে মাখি
জিভে আসে জলের ফোটা আহা কী যে ঘ্রাণ!

পথের ধারে ছোট্ট নদীর জল
গাছের সবুজ শাড়ি
তুই গেলে যা বিদেশ বিভূঁই
আমি যেতে পারি!
মা-মটি-দেশ এই ঠিকানা ভুলব না একপল।

ছোলার হুড়া
নিমকপুড়া
গুড়-পাটালি
থুড়া থুড়া
এদেশ ছেড়ে তুই যাবি যা রাধা
দেশের সাথে আমার নাড়ি বাঁধা।