আমার বাংলা

রোজ ভোরে সুরে সুরে
গায় গান দোয়েলে
তার সুর শুনে শুনে
সুর তোলে কোয়েলে।

পুকুরের জলে ভাসে
কি দারুন মাছ রে
দলে দলে দুলে দুলে
ছোটে ওই হাঁস রে।

নব ফুলে দেয় দোল
দখিনার বাতাসে
আকাশের ছবি যেন
নীল মাখা ছাতা সে।

রবিটার সোনা রোদ
দিয়েছে যে উঁকি রে
সাদা বক উড়ে যায়
যেন কত সুখি রে।

মক্তবে ছুটে চলা
শিশুদের মুখটা
দেখে কিযে সুখ লাগে
ভরে যায় বুকটা।