আমায় কেউ বলেনি

আমায় কেউ বলেনি নদীর মতো গভীর হতে
আমায় কেউ বলেনি পাথর হতে
কেউ বলেনি আমায় পাখির মতো
ডানা মেলতে আহত হয়ে ক্ষত বিক্ষত
হৃদয়ে একটা স্বপ্ন আঁকতে
কেউ বলেনি আমায়..

আমায় কেউ বলেনি ঝরা পাতার মতো
মনটাকে বৃষ্টি হয়ে ঝরাতে
আমায় কেউ বলেনি
মায়া ভরা মুখখানি তোমার লাজুক হাসির
ফিসফিসানি

ভিজিয়ে ছিল হৃদয় পাতা ভরে ছিল শুন্য খাতা
লাজুক মনের সব যে বাধা
পেরিয়ে ছিল মনের ভাষা.. তাই তো
দিনের আলোয় মুখটা তোমার দেখে ছিলাম
আবেগ নেশায়
সেটা ও আমায় কেউ বলেনি

তোমার চোখ দুটো আমায় বার বার
কাছে ডেকেছিল
তাই তোমায় আমি ছুঁয়ে দিয়ে ছিলাম
হৃদয়ের ছোঁয়ায়
সেটাও আমায় কেউ বলেনি

ভালো লেগেছিল তাই তো
ভালোবেসে ছি মায়া জালে জড়িয়ে
তোমায় খুব আপন করেছি
সেটা ও আমায় কেউ বলেনি

ভালোবেসেছি তাই তো আমি সব স্বপ্নগুলো
মনের খাতায় বন্দী করেছি…
সেটাও আমায় কেউ বলেনি
যা করেছি সব কিছু যে নিজের মনেই
তোমায় ভালোবেসে….

-হাসিনা হারভীয়া