আম্ফানের তাণ্ডবে যশোরে নিহত ৩, আহত ৮

সুপার সাইক্লোন আম্ফানের প্রভাবে যশোরে ৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ৮ জন। স্থানীয় সূত্রগুলো জানায়, ঝড়ের মধ্যে কাঁচা ঘরের ওপর গাছ ভেঙে পড়ে তিনজন মারা গেছেন।

চৌগাছা উপজেলার চাঁদপাড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য শাহিনুর রহমান জানান, বুধবার রাতে আম্ফানের প্রভাবে প্রচণ্ড ঝড় শুরু হলে চাঁদপাড়া গ্রামের মৃত ওয়াজেদ আলীর স্ত্রী খ্যান্ত বেগমের ঘরের ওপর একটি জামগাছ ভেঙে পড়ে। এতে খ্যান্ত বেগম (৪৩) ও তার মেয়ে রাবেয়া খাতুন (১৩) ঘটনাস্থলেই মারা যায়। আহত হন ছেলে আল আমিন(২২)। অন্যদিকে শার্শা উপজেলার বাগআচড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মুজাম গাজী জানান, টেংরা গ্রামে ঘরের ওপর গাছ ভেঙে পড়ে মুক্তার আলী (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।

এদিকে আম্ফানের প্রতিক্রিয়া শুরুর আগেই অর্থাৎ বুধবার বিকেল থেকেই যশোর শহরসহ জেলার বেশিরভাগ স্থানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। আজ বিকেল চারটা পর্যন্ত বিভিন্ন স্থানে ছিড়ে পড়া তার মেরামতের কাজ করে যাচ্ছিল বিদ্যুৎ বিভাগের কর্মীরা। তবে ঠিক কখন বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হবে, তা কেউ বলতে পারছেন না। ওদিকে যশোর শহরের বিভিন্ন রাস্তাঘাটসহ জেলার প্রায় সব রাস্তার ওপরেই গাছ ভেঙে পড়ে যোগাযোগ ব্যবস্থা অচল হয়ে পড়ে। ভোর থেকেই যশোর পৌরসভাসহ উপজেলা প্রশাসনগুলো এসব ভেঙে পড়া গাছ সরিয়ে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করে। সূত্র-বাংলাদেশ প্রতিদিন