চলতি মৌসুমে উসমান দেম্বেলের ওপর যেন লিওনেল মেসি, পেলে, দিয়েগো মারাদোনারা ভর করে বসেছেন। ৩৩ গোলের পাশাপাশি ১২ অ্যাসিস্ট করে পিএসজিকে নিয়ে এসেছেন ট্রেবল জয়ের দুয়ারে। তবে মৌসুমের গুরুত্বপূর্ণ সময়ে এসে তাকে হারানোর শঙ্কা পেয়ে বসেছে ফরাসি চ্যাম্পিয়নদের। পিএসজি নিশ্চিত করেছে, দলের গুরুত্বপূর্ণ ফরোয়ার্ড উসমান দেম্বেলে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছেন এবং বর্তমানে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন।
প্রথম লেগে আর্সেনালের মাঠ এমিরেটসে একমাত্র গোলটি করেছিলেন দেম্বেলে, ফলে ১-০ ব্যবধানে এগিয়ে আছে পিএসজি। আগামী ৮ মে ফিরতি লেগ হবে প্যারিসের পার্ক দেস প্রিন্সে, যেখানে লুইস এনরিকে’র দল ম্যাচটিতে এখন পুরো মনোযোগটা দিচ্ছে।
পিএসজির কোচ লুইস এনরিকে লিগ ওয়ানে স্ত্রাসবুর্গের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে বলেন, ‘উসমান দেম্বেলের ডান হ্যামস্ট্রিংয়ে টান লেগেছে। তার অবস্থা ইতিবাচকভাবে উন্নতি করছে। শিগগিরই আরও একটি পরীক্ষা করা হবে। তবে কালকের ম্যাচে সে খেলবে না, এটা নিশ্চিত। আমরা আগের পরিকল্পনাগুলোই অনুসরণ করছি, কিছু পরিবর্তন করছি না।’
যদিও পিএসজি আগেই লিগ ওয়ান শিরোপা নিশ্চিত করেছে, তবে এখন তাদের একমাত্র লক্ষ্য ইউরোপিয়ান শিরোপা জয়। প্রথম লেগে এগিয়ে থাকলেও প্রতিপক্ষ আর্সেনাল বর্তমানে দুর্দান্ত ফর্মে রয়েছে এবং কোয়ার্টার ফাইনালে তারা বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদকে বিদায় করে দিয়েছে।
পুরো মৌসুমে পিএসজি বেঞ্চ থেকে ভালো পারফরম্যান্স পেয়েছে। ব্র্যাডলি বারকোলা, দেসায়ের দোয়েদের মতো পারফর্মাররা উঠে আসছেন বেঞ্চ থেকে। তবে এরপরও দেম্বেলের উপস্থিতি দলের আক্রমণভাগে বাড়তি শক্তি যোগ করে। সেই তাকে না পেলে আর্সেনালের বিপক্ষে তা বড় ধাক্কা হয়ে আসতে পারে পিএসজির জন্য।
সূত্র: যুগান্তর