
আলমডাঙ্গায় অবৈধ উপায়ে মাটি পরিবহন করায় দুইজনকে ৫০ হাজার জরিমানা আদায় করেছে।
আলমডাঙ্গায় অবৈধভাবে ট্রাক্টরে মাটি পরিহবহনের অপরাধে দুইজন কে ৫০ হাজার টাকা জরিমানা করেছে। আলমডাঙ্গা উপজেলার জামজামি ইউনিয়নের হোগলাদাড়ী এলাকায় অবৈধভাবে মাটি কেটে ট্রাক্টরের মাধ্যমে পরিবহনের সময় রাস্তায় মাটি ফেলে জনসাধারণের চলাচলে বিঘ্ন ঘটানোর দায়ে ২ জনকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
গতকাল রোববার দুপুরে জামজামি ইউনিয়নের হোগলাদাড়ী এলাকায় অভিযান পরিচালনা করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ.এস.এম শাহনেওয়াজ মেহেদী।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, হোগলাদাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিকট ব্যক্তি মালিকানাধীন একটি পুকুরে খননের আড়ালে একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে অবৈধভাবে মাটি কেটে ট্রাক্টরের মাধ্যমে বিক্রি করে আসছিল। মাটি পরিবহনের সময় রাস্তায় মাটি পড়ে যাওয়ায় স্থানীয়দের চলাচলে মারাত্মক ভোগান্তি সৃষ্টি হচ্ছিল। এ বিষয়ে অভিযোগ পাওয়ার পর উপজেলা প্রশাসন তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করে।
অভিযানকালে ঘটনার সত্যতা পেয়ে রাস্তার ওপর থেকে মাটি বোঝাই দুটি ট্রাক্টর আটক করা হয়। পরে ট্রাক্টর চালকদের সঙ্গে নিয়ে খননকৃত পুকুরপাড়ে গেলে সংশ্লিষ্ট কাউকে পাওয়া যায়নি।
এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৪(খ) ধারা লঙ্ঘনের অপরাধে ট্রাক্টর চালকদের প্রত্যেককে ২৫ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানাপ্রাপ্তরা হলেন- জামজামি গ্রামের মাসুম মন্ডলের ছেলে মনি ও একই গ্রামের জমির আলীর ছেলে আকাশ।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ.এস.এম শাহনেওয়াজ মেহেদী বলেন, “অবৈধভাবে মাটি কাটা ও পরিবহন সম্পূর্ণ বেআইনি। এতে পরিবেশের ক্ষতি হয় এবং সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।”