
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পুলিশের অভিযানে বড় ধরনের হোমিওপ্যাথিক অ্যালকোহলের চালান জব্দ হয়েছে।
গতকাল রোববার গভীর রাতে উপজেলার আইলহাঁস ইউনিয়নের নিমতলা মাঠ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ব্যাটারিচালিত একটি পাখিভ্যান থেকে ২১৬ বোতল কর্কযুক্ত অ্যালকোহল উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থল থেকেই আটক করা হয় ফেলু মন্ডল (৪০) নামের এক ব্যক্তিকে।
আটক ফেলু মন্ডল কুটিপাইকপাড়া গ্রামের মৃত ওয়াছ উদ্দিনের ছেলে। পুলিশ জানায়, রাতে বিশেষ তল্লাশির সময় সন্দেহজনকভাবে চলাচলকারী একটি পাখিভ্যান থামানো হয়। তল্লাশি চালিয়ে ভ্যানের ভেতর কার্টুনে রাখা শতাধিক বোতল অ্যালকোহল উদ্ধার করা হয়। তবে আরও তিন সহযোগী পালিয়ে যায়।
অভিযান পরিচালনা করেন, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. মাসুদুর রহমান পিপিএম-এর নেতৃত্বে তিয়রবিলা পুলিশ ক্যাম্পের এসআই (নিঃ) মানিক কুমার শিকদার ও তার সঙ্গীয় ফোর্স।
আলমডাঙ্গা থানার ওসি জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। পালিয়ে যাওয়া আসামিদের শনাক্ত ও গ্রেফতারে তৎপরতা চলছে।