আলমডাঙ্গায় বিশ্ব প্রবীণ দিবস পালিত হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় আলমডাঙ্গা বিশ্ব প্রবীণ দিবস উদযাপন করা হয়েছে। বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন উই ফর অল এর আয়োজনে আলমডাঙ্গা ডায়াবেটিক সমিতির সম্মেলন কক্ষে নবীন-প্রবীণদের অংশগ্রহণে মুক্ত আলোচনার অনুষ্ঠান "আড্ডা"র আয়োজন করা হয়।
আলমডাঙ্গার বিভিন্ন শ্রেণীর প্রবীণ ও নবীনরা অংশগ্রহণ করে এ আয়োজনে। উই ফর অল এর চেয়ারম্যান ডা. মো. আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে, প্রবীণ সাংবাদিক হামিদুল ইসলাম আজমের উপস্থাপনায় মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন আলমডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি ওমর আলী মাস্টার, মুক্তিযোদ্ধা মো. আব্দুর জব্বার, সাবেক ফুটবলার আমিনুর ইসলাম বাবলু, সাবেক শিক্ষক ওয়াজেদ আলী মাস্টার, গাংচিল সাহিত্য পরিষদের সভাপতি হাবিবুর রহমান মজুমদার, আলমডাঙ্গা নাগরিক উন্নয়ন কমিটির সভাপতি মো. সিরাজুল ইসলাম, সাবেক আবাসিক প্রকৌশলী মো. গোলাম নবী, প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব মো. গোলাম সরোয়ার মোল্লা।
নবীনদের মধ্যে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নাজমুল হক শাওন, আলমডাঙ্গা নাগরিক উন্নয়ন কমিটির সাংগঠনিক সম্পাদক মো. শরিফুল ইসলাম পিন্টু, বাংলাদেশ মানবাধিকার কমিশন আলমডাঙ্গা শাখার সাধারণ সম্পাদক প্রভাষক খায়রুল ইসলাম, মানবাধিকার কর্মী হাবিবুর রহমান, তরুণ সমাজকর্মী শরিউতুল্লা আলিফ, সাংবাদিক শরিফুল ইসলাম রোকন প্রমুখ।
অনুষ্ঠানে প্রবীণ-নবীনের মুক্ত আলোচনায় দারুণ আবহ তৈরি হয়। প্রবীণরা তাদের বক্তব্যে বলেন, ধনী-দরিদ্র সর্বশ্রেণীর প্রবীণরা আজ গৃহে থেকে শুরু করে সমাজ ও রাষ্ট্রের কাছে বোঝায় পরিণত হয়েছে। তাদের স্বাস্থ্যের সুরক্ষা নিশ্চিত করতে হবে, বসবাসের জন্য আলাদা বাসস্থান করে দিতে হবে। বিশ্বের সকল উন্নত দেশ যেমন কানাডা, অস্ট্রেলিয়া, আমেরিকা, ব্রিটেন, জার্মানিতে প্রবীণদের জন্য জীবনযাপনকে সহজ করতে সকল ব্যবস্থা আছে। সেই সকল সুযোগ-সুবিধা বাংলাদেশে যতদিন নিশ্চিত করতে না পারবে, ততদিন আমরা উন্নয়নশীল দেশের কাতারে দাঁড়াতে পারব না।