
আলমডাঙ্গায় পুলিশের মাদক বিরোধী অভিযানে ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
আলমডাঙ্গা থানা পুলিশ এক মাদক বিরোধী অভিযান চালিয়ে ২৮ পিচ ইয়াবা ট্যাবলেটসহ সাকিব আল হাসান (২০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে। গতকাল শুক্রবার বিকেল পৌনে ৫ টার দিকে শ্যামপুর গ্রামে অভিযান চালিয়ে পুলিশ যুবককে গ্রেপ্তার ও ইয়াবা উদ্ধার করে।
গ্রেপ্তারকৃত সাকিব আল হাসান আলমডাঙ্গা উপজেলার কুমারী ইউনিয়নের শ্যামপুর গ্রামের রইচ উদ্দিনের ছেলে।
পুলিশ জানিয়েছে, চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামের সার্বিক দিকনির্দেশনায় জেলা পুলিশের সকল ইউনিটে একযোগে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় শুক্রবার বিকেলে আলমডাঙ্গা থানার এসআই(নিঃ) মোঃ বাবলু খাঁন, সংগীয় অফিসার ফোর্সসহ শ্যামপুর গ্রামের কুলু মিয়ার বসত বাড়ীর সামনে পাঁকা রাস্তার উপর থেকে সাকিব আল হাসানকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে ২৮ পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।