
আলমডাঙ্গায় ওলামা সমাবেশ উপলক্ষ্যে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, মুফতি মাওলানা আমির হামজা।
তিনি বলেন, দেশ ও জাতিকে উন্নত শিখরে আরোহন করতে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া কোনো বিকল্প কিছু নেই। দেশে রাজনৈতিক অস্থিরতা কাটাতে এবং মা-বোনের মাঝে শান্তি প্রতিষ্ঠা করতে ঈমান ও আকিদার সহিত বাংলাদেশ জামায়াত ইসলামীর ছাতার নিচে ঐক্যবদ্ধ্য হতে হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, চুয়াডাঙ্গা-১ আসনের জামায়াতের মনোনীত প্রার্থী রাসেল পারভেজ। বিশেষ অতিথি ছিলেন, ওলামা পরিষদের সভাপতি আকমান হোসাইন।
এছাড়াও উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা জেলা জামায়াতের যুব ও মানবাধিকার বিষয়ক সম্পাদক নূর মোহাম্মদ টিপু, আলমডাঙ্গা জামাতের আমির শফিউল আলম বকুল, নায়েবে আমির দারুস সালাম প্রমুখ।