আলমডাঙ্গায় বিয়ের প্রলোভনে প্রতারণার অভিযোগ উঠেছে মামুনের বিরুদ্ধে। আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জের কৃষ্ণপুর গ্রামে বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘ সাড়ে তিন বছর ধরে শারীরিক সম্পর্কের পর বিয়ে করতে অস্বীকৃতির অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতারিত এক কলেজছাত্রী আদালতের দ্বারস্থ হওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
অভিযোগ অনুযায়ী, জেহালা ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের হুমায়ুন কবিরের ছেলে মামুন (২৮) ফেসবুকের মাধ্যমে দক্ষিণ গোবিন্দপুর গ্রামের ওই কলেজছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। সম্পর্ক ঘনিষ্ঠ হওয়ার পর মামুন গোপন ছবি ও ভিডিও চান। বিয়ের আশ্বাসে ছাত্রীটি তা পাঠালে পরবর্তীতে ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে তাকে শারীরিক সম্পর্কে বাধ্য করেন।
কলেজছাত্রী অভিযোগ করে বলেন, “ভিডিও ও ছবির ভয় দেখিয়ে সে আমাকে স্বামী-স্ত্রীর মতো সম্পর্ক করতে বাধ্য করেছে। তিন বছরেরও বেশি সময় ধরে সম্পর্ক ছিল। একাধিকবার বিয়ের কথা বললেও হঠাৎ জানিয়ে দেয়, সে আমাকে বিয়ে করবে না। এরপর ফোন ও ফেসবুকে ব্লক করে দেয়।”
ঘটনার পর গত সোমবার ভুক্তভোগী যুবকের বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে অনশন শুরু করেন। তবে মামুনের পরিবারের লোকজন তাকে মারধর করে বের করে দেয় বলে অভিযোগ রয়েছে। পরে স্থানীয়ভাবে দু’দফা সালিস বৈঠক হলেও সমাধান হয়নি। শেষ বৈঠকে মামুন প্রেমের সম্পর্ক ও শারীরিক সম্পর্কের কথা স্বীকার করলেও বিয়ে করতে অস্বীকৃতি জানান।
ভুক্তভোগী কলেজছাত্রী বলেন, “আমাদের সম্পর্কের সব প্রমাণ আমার কাছে আছে। যদি মামুন আমাকে বিয়ে না করে, আমি আদালতে মামলা করব।” এ বিষয়ে অভিযুক্ত মামুনের সঙ্গে কথা বলার চেষ্টা করা হলে তিনি মন্তব্য করতে অস্বীকৃতি জানান।