
আলমডাঙ্গার বিশিষ্ট চিকিৎসক গরিবের ডাক্তার খ্যাত শাফায়েতুল ইসলাম আর নেই। তিনি গতকাল রাত ১১টা ৩০ মিনিটে নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
জানা গেছে, আলমডাঙ্গা পৌর সভার বাবুপাড়ার মৃত বজলুর রহমানের ছেলে শাফায়েতুল ইসলাম সড়ক দুর্ঘটনায় আহত হয়ে দীর্ঘদিন থেকে অসুস্থ অবস্থায় ছিলেন।
গতকাল রাত ১১টা ৩০ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার এক মেয়ে নাফিসা আনজুম হিমু এ বছর এমবিবিএস এ বিসিএস এ সুপারিশ প্রাপ্ত হয়েছেন।
আজ বেলা ১২টায় আলমডাঙ্গা দারুসসালাম ঈদগাহ ময়দানে জানাজা শেষে দাফন কাজ সম্পন্ন হয়েছে।