
আলমডাঙ্গা উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে একটি ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হয়েছে।
বুধবার দুপুর ১২টার দিকে এ অভিযান চালানো হয়। অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী চারটি ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে মোট ৮০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযান চলাকালে আনন্দধাম এলাকার মেসার্স মডার্ন বেকারিকে ৪০ হাজার টাকা এবং একই এলাকার মেসার্স আলিফ ওয়েল মিল-এর মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া আলমডাঙ্গা হাই রোড এলাকার মেসার্স অভি ট্রেডার্সকে ১০ হাজার টাকা ও মজিদ হোটেলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
চুয়াডাঙ্গা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান-এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নরেশচন্দ্র বিশ্বাস, পৌরসভার স্যানিটারি কর্মকর্তা মাহফুজ রানা ও ইনামুল হক, এবং আলমডাঙ্গা থানার পুলিশের একটি দল অভিযানে সহায়তা করেন।
ভোক্তা অধিকার কর্মকর্তারা জানান, অভিযানের সময় বিভিন্ন দোকানে নিম্নমানের পণ্য, অপরিচ্ছন্ন পরিবেশ, মূল্যতালিকা না থাকাসহ একাধিক অনিয়ম পাওয়া যায়। এসব কারণে তাৎক্ষণিকভাবে আইন অনুযায়ী জরিমানা আদায় করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আরও জানায়, সাধারণ ভোক্তাদের সুরক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। কেউ ক্রেতাদের সঙ্গে প্রতারণার চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।