
আলমডাঙ্গা উপজেলা ও পৌর জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করা হয়েছে। গতকাল রবিবার সকাল ১১টার দিকে আলমডাঙ্গা উপজেলা মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন আলমডাঙ্গা পৌর ছাত্রদলের আহ্বায়ক আতিক হাসনাত রিংকু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও চুয়াডাঙ্গা-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী শরীফুজ্জামান শরীফ।
প্রধান অতিথি শরীফুজ্জামান শরীফ বলেন, ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। ১৯৭৫ সালের এই দিনে, যখন সমগ্র জাতি অনিশ্চয়তার মুখে, তখন সিপাহি-জনতার মিলিত বিপ্লব জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে সব ষড়যন্ত্র নস্যাত্ করে দিয়ে দেশপ্রেমের এক অনন্য নজির সৃষ্টি করে।
তিনি আরও বলেন, সেদিন শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বন্দিদশা থেকে মুক্ত করে এনে সিপাহি-জনতা তাঁকে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করে। তিনি ক্রান্তিকালীন পরিস্থিতি থেকে দেশকে উত্তরণের পথে নিয়ে এসে প্রবর্তন করেন বহুদলীয় গণতন্ত্র। সূচনা করেন উন্নয়ন ও উৎপাদনের নবধারার রাজনীতি।
তিনি বলেন, ৭ নভেম্বর আমাদের জাতীয় জীবনের এক অনন্য ঐতিহাসিক তাৎপর্যমণ্ডিত দিন। সিপাহি-জনতার বিপ্লবের মাধ্যমে আধিপত্যবাদ, একনায়কতন্ত্র, একদলীয় শাসন ও নৈরাজ্যের অবসান ঘটে। দেশ ফিরে আসে সুশৃঙ্খল পরিবেশে।
আসন্ন জাতীয় নির্বাচনের প্রসঙ্গে শরীফুজ্জামান শরীফ বলেন, দল আমাকে আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থী করেছে। আপনাদের কাছে অনুরোধ, সকলে মিলে ধানের শীষে ভোট দিয়ে দেশনেতা তারেক রহমানের হাতকে শক্তিশালী করুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ সফিকুল ইসলাম পিটু, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সহ-সভাপতি আকতার হোসেন জোয়াদ্দার, পৌর বিএনপির সভাপতি মোঃ আজিজুর রহমান পিন্টু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আমিনুল হক রোকন এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জিল্লুর রহমান ওল্টু।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিতা। এছাড়া বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক জুয়েল মাহমুদ, সহ-সভাপতি মোঃ সাইফুল ইসলাম, যুগ্ম সম্পাদক আমান উল্লাহ আমান, যুগ্ম সম্পাদক আরিফ আহমেদ শিপলব, যুগ্ম সম্পাদক মাহবুব হাসান মাবুদ, আলমডাঙ্গা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ বকুল হোসেন, মোঃ রকিবুল ইসলাম টগর ও মোঃ রতন আলী।
এছাড়া উপস্থিত ছিলেন জাহাঙ্গীর আলম লিমন, সদস্য সচিব, আলমডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদল।
সঞ্চালনায় ছিলেন আল ইমরান রাসেল, সাংগঠনিক সম্পাদক, আলমডাঙ্গা উপজেলা ছাত্রদল এবং মাহমুদুল হক তনয়, সদস্য সচিব, আলমডাঙ্গা পৌর ছাত্রদল।