আলমডাঙ্গা মহিলা দপ্তরের আয়োজনে জাতীয় কন্যাশিশু দিবস পালিত হয়েছে। গতকাল আলমডাঙ্গা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে বিকাল ৪ টার সময় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। “আমি কন্যাশিশু—স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি"—এই প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে সারাদেশের ন্যায় আলমডাঙ্গাতেও পালিত হয়েছে জাতীয় কন্যাশিশু।
আলমডাঙ্গা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাকছুরা জান্নাতের উপস্থাপনয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলাম।
তিনি তার বক্তব্যে বলেন, ‘আজকে সময় এসেছে আমাদের কন্যা শিশুদের সকল বৈষম্য দুর করে তাদের আগামীর ভবিষ্যতের উন্নয়ন অগ্রগতির রাস্তা তৈরি করে দিতে হবে। তিনি সকল কন্যা শিশুর সাফল্য কামনা করেন।’
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সমাজসেবা কর্মকর্তা সাজ্জাদ হোসেন, বিআরডিবি কর্মকর্তা সেলিম রেজা, হারদী হাসপাতালের ওসিসি হিরোজ কবির, নারী উদ্যোক্তা হেলেন আক্তার কামনা প্রমুখ। সভায় উপস্থিত ছিলেন, বিভিন্ন সংগঠনের নারী নেতৃবৃন্দরা।