
মানুষ ভজলে সোনার মানুষ হবি_ এই প্রতিপাদ্য বিষয় সামনে রেখে আলমডাঙ্গায় তক্কেল সাধুর ওফাত দিবস উৎযাপন উপলক্ষে ২ দিন ব্যাপি শুভ সাধুসঙ্গ অনুষ্ঠিত হয়েছে । আলমডাঙ্গায় প্রয়াত বাউল সাধক তক্কেল ফকিরের ১৫ তম ওফাত দিবস পালিত হয়েছে। গতকাল দিনব্যাপী জামজামি তার নিজ আখড়াবাড়িতে সাধু সঙ্গ অনুষ্ঠিত হয়।
জানা গেছে, আলমডাঙ্গা চরপাড়া গ্রামের লালন ঘরোনার বাউল সাধক ইনতাজ শাহের ভক্ত ছিলেন এই তক্কেল সাধু। এই সাধু সঙ্গ অনুষ্ঠানে এলাকায় বহু সনামধন্য গুনী শিল্পী সাধকেরা সংগীত পরিবেশন করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাত্তার শাহ, আশকার শাহ, জফের শাহ, আমিরুল শাহ, রহমান শাহ, দয়াল শাহ সহ আরো অনেক বাউল সাধু গুরু উপস্থিত ছিলেন। উল্লেখ্য তিনি ২০১৩ সালের ২৯শে সেপ্টেম্বর পরপারে পাড়ি জমান। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৮০ বছর।