
আলমডাঙ্গায় যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেফতার হয়েছে ০২ জন।
বাংলাদেশ সেনাবাহিনী অস্থায়ী ক্যাম্প হারদী, আলমডাঙ্গা এর অফিসার বিএ-১০৯৪৯ ক্যাপ্টেন সৌমিক আহমদে অয়ন এর নেতৃত্বে বাদী এসআই(নিঃ) এসএম নিয়ামুল হক, সঙ্গীয় ফোর্সসহ যৌথ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা পৌরসভার এরশাদপুর গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে রুহুল আমিন(৪৫) ও নওদাবন্ডবিল গ্রামের ঠান্ডু রহমানের ছেলে তারফি হাসান কে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করা হয় তাদের বসত বাড়ি থেকে।
রুহুল আমিনের কাছে পাওয়া গেছে ০২(দুই) টি এয়ারগান, ০১ টি রাইফেলের স্কোপ, ০১টি রামদা (ছোরা সদৃশ) ও তারিফ হাসানের কাছে পাওয়া গেছে একটা রামদা, একটা ছোরা, একটা স্টেনলেসস্টিলের চাপাতি, একটা স্মার্ট ফোন।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান বলেন, তাদের গ্রেফতার করিয়া উদ্ধারকৃত আলামত ২৪/১০/২০২৫ তারিখ ভোর ০৪.১০ ঘটিকায় জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে। ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মামলা নং-৩৪, তারিখ- ২৪/১০/২০২৫ খ্রিঃ মামলা রুজু করা হয়েছে।


