
আলমডাঙ্গা বলরামপুরে পানিতে ডুবে কন্যাশিশুর মৃত্যু হয়েছে। অল্পের জন্য বেঁচে গেছে চাচাতো ভাই শিশু ইব্রাহিম।
জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার কালিদাশপুর ইউনিয়নের বলরামপুর গ্রামের রবিউল ইসলামের কন্যা হাপসা খাতুন (২) ও মোবারেক হোসেনের ছেলে ইব্রাহিম হোসেন (২ বছর ৬ মাস) একসাথে খেলা করতে করতে পাশের পুকুরে পড়ে যায়। ঘটনাটি ঘটেছে সোমবার বিকেল ৪টার দিকে।
তারা দুজনই পানিতে ডুবে যায়। ইব্রাহিমের পিতা মোবারেক প্রথমে তাদের হাত নাড়তে দেখে পানিতে ঝাঁপ দিয়ে ছেলে ইব্রাহিমকে উদ্ধার করেন। কিছুটা দূরে ভাসতে দেখে আপন ভাই রবিউলের মেয়ে হাপসা খাতুনকেও পানি থেকে তোলা হয়। তবে ততক্ষণে সে মারা যায়।
মৃতের বাড়িতে গিয়ে দেখা গেছে, অতি সুন্দর চেহারার অধিকারী শিশু হাপসা খাতুনের মৃত্যুর ঘটনায় নিজ পরিবার, পাড়াপ্রতিবেশী ও আত্মীয়স্বজনের মাঝে নেমে এসেছে শোকের ছায়া। তাদের কান্নাকাটিতে আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছে।
শিশু হাপসার লাশ বাদ এশার নামাজের জানাজা শেষে গ্রামের কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।