
আলমডাঙ্গা থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৩০ (ত্রিশ) পিচ টাপেন্টাডল ট্যাবলেট ও ৪৫০ গ্রাম গাঁজা উদ্ধার সহ গ্রেফতার ৩ জন।
মুন্সিগঞ্জ পুলিশ ক্যাম্প এসআই (নিঃ) মোঃ জাহাঙ্গীর হোসেন, সংগীয় অফিসার ফোর্সসহ ক্যাম্প এলাকায় মাদকদ্রব্য উদ্ধার বিশেষ অভিযান ডিউটি করা কালে গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা থানাধীন মাদারহুদা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে ফাঁকা মাঠ থেকে মাদারহুদা পশ্চিম পাড়ার কেরামত আলীর ছেলে মোঃ সাগর আলী(২৪), ত্রিশ পিচ মাদকদ্রব্য টাপেন্টাডল ট্যাবলেট সহ গ্রেফতার করে। গতকাল ২০ই জানুয়ারি গভীর রাতে আসামি গ্রেফতার ও উদ্ধারকৃত আলামত জব্দ তালিকা মূলে জব্দ করেন।
অপরদিকে আলমডাঙ্গা পুলিশের পৃথক অভিযানে ৪৫০ গ্রাম গাঁজা, মাদক বিক্রয়ের নগদ টাকা উদ্ধার সহ গ্রেফতার হয়েছে স্বামী ও স্ত্রী।
খাসকররা পুলিশ ক্যাম্পের এসআই(নিঃ) মোঃ মাসুদুর রহমান সংগীয় অফিসার ফোর্সসহ ক্যাম্প এলাকায় মাদকদ্রব্য উদ্ধার বিশেষ অভিযান ডিউটি করা কালে গোপন সংবাদের ভিত্তিতে খাসকররা গ্রামের মৃত আমদ আলির ছেলে মোঃ আব্দুল খালেক(৫০), ও তার স্ত্রী মোছাঃ রেহেনা খাতুন(৩৮) কে ৪৫০গ্রাম গাঁজা যার আনুমানিক মূল্য ১৮,০০০/ টাকা, ১টি মাদক পরিমাপের ছোট দাড়িপাল্লা, মাদক বিক্রয়ের নগদ ১,৯২,৩৭০/- টাকা সহ গ্রেফতার করে।
গত মঙ্গলবার সন্ধ্যায় তাদের আটক করে উদ্ধারকৃত আলামত জব্দ তালিকা মূল্যে জব্দ করেন। ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে আলমডাঙ্গা থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে বলে থানা অফিসার ইনচার্জ বানী ইসরায়েল জানিয়েছেন।

