আলমডাঙ্গায় প্রানীসম্পদ উন্নয়নমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সঠিক তথ্যের ভিত্তিতে ও পারস্পরিক সম্পর্ক উন্নয়নের মাধ্যমে প্রাণীসম্পদ খাতের উন্নয়ন—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আলমডাঙ্গায় উন্নয়নমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বিকেল ৪টার দিকে উপজেলা প্রাণীসম্পদ অফিস প্রাঙ্গণে এ মতবিনিময় সভার আয়োজন করে আলমডাঙ্গা উপজেলা প্রাণীসম্পদ দপ্তর।
সভায় সভাপতিত্ব করেন, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. এস. এম. মাহমুদুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ শাহাবুদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে ডা. শাহাবুদ্দিন বলেন, “চুয়াডাঙ্গা জেলার মধ্যে আলমডাঙ্গা উপজেলা সবচেয়ে বড়। এখানে খুলনা বিভাগের সবচেয়ে বড় পশুর হাট রয়েছে, আছে ভেটেরিনারি ট্রেনিং ইনস্টিটিউটও। আলমডাঙ্গায় বিপুল সংখ্যক খামারি রয়েছেন, যাদের অংশগ্রহণে প্রাণীসম্পদ খাত দ্রুত এগিয়ে যাচ্ছে। আমরা চাই পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এই সম্ভাবনাকে আরও এগিয়ে নিতে।”
তিনি আরও জানান, প্রতি কোরবানির ঈদে শুধু আলমডাঙ্গা উপজেলা থেকেই চার থেকে পাঁচ হাজার গরু দেশের বিভিন্ন অঞ্চলে পাঠানো হয়। উপজেলা প্রাণীসম্পদ দপ্তর বর্তমানে ২৩টি সমিতির মাধ্যমে প্রান্তিক খামারিদের সেবা দিচ্ছে।
সভায় বিশেষ অতিথি ছিলেন, আলমডাঙ্গা পৌর বিএনপি'র সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ওল্টু, চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মোস্তাফিজুর রহমান, এনসিপি জেলা কমিটির সদস্য হাসানুজ্জামান, উপজেলা প্রাণীসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. এ. এন. এম. মোস্তাকিম মুকুট।
এছাড়া প্রাণীসম্পদ বিভাগের কর্মকর্তাদের উপস্থাপনায় বক্তব্য দেন, সিনিয়র সাংবাদিক হামিদুল ইসলাম, ইউনিয়ন ভেটেরিনারি সুপারভাইজার কামাল হোসেন এবং খামারি কোকিলা খাতুন।
বক্তারা বলেন, মাঠপর্যায়ে প্রাণীসম্পদ বিভাগের সেবার মান আরও বাড়াতে তথ্য-উপাত্তের সঠিক ব্যবহার ও কর্মকর্তা-খামারিদের মধ্যে যোগাযোগ বাড়াতে হবে। সভা শেষে উপস্থিত কর্মকর্তারা উপজেলা পর্যায়ে খামারিদের জন্য প্রশিক্ষণ, রোগ প্রতিরোধ কার্যক্রম জোরদার ও দপ্তরের সেবা আরও সহজলভ্য করার প্রত্যয় ব্যক্ত করেন।