আলমডাঙ্গায় পথচারীদের চলাচল নির্বিঘ্ন করতে পৌরসভা কর্তৃপক্ষ ফুটপাত দখলমুক্ত অভিযান পরিচালনা করেছে।
গতকাল বুধবার বিকাল ৫টার দিকে আলমডাঙ্গা পৌর প্রশাসক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মেহেদী ইসলাম এই অভিযান পরিচালনা করেন।
অভিযানে কালিদাসপুর সাদাব্রিজ থেকে আনন্দধাম ব্রিজ পর্যন্ত ভ্রাম্যমাণ বিক্রেতাদের উচ্ছেদ করার পাশাপাশি কয়েকটি দোকানের মালামালও জব্দ করা হয়। এছাড়াও ব্যবসায়ীদের পণ্য বিক্রয়ের জন্য বিকল্প জায়গা দেখিয়ে দিয়েছেন কর্তৃপক্ষ।
পথচারীদের চলাচলে বিঘ্ন সৃষ্টি করা অবৈধ দখল অপসারণ করে জনসাধারণের চলাচল সহজ করার লক্ষ্যে গত সপ্তাহ থেকে ধারাবাহিকভাবে এ অভিযান পরিচালিত হচ্ছে।
এসময় উপস্থিত ছিলেন স্যানিটারি ইন্সপেক্টর মাহফুজ রানা, বাজার পরিদর্শক সুরত আলী, বাংলাদেশ মানবাধিকার কমিশন আলমডাঙ্গা শাখার সেক্রেটারি প্রভাষক খাইরুল ইসলাম, আলমডাঙ্গা নাগরিক কমিটির সদস্য সচিব হাবিবুল করিম চঞ্চল।
এদিকে ধারাবাহিক এ অভিযানে আরও কঠোর না হওয়া পর্যন্ত এর সুফল পাওয়া যাবে না বলে জানিয়েছেন জনসাধারণ।
অভিযান শেষে উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলাম বলেন, অবৈধ দখলদারদের উচ্ছেদ করে জনগণের জন্য ফুটপাত উন্মুক্ত রাখা হচ্ছে। জনগণের সুবিধার্থে এবং জনস্বার্থ রক্ষায় এই পদক্ষেপ ধারাবাহিকভাবে চলবে।