
আলমডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন শ্রমিকের মৃত্যু হয়েছে। কারখানায় কাজ করার সময় ঘটে দুর্ঘটনা, এলাকায় শোকের ছায়া। আলমডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পচা (৫০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গকতাল বৃহস্পতিবার ভোরে উপজেলার হাটবোয়ালিয়া আমতৈল পালপাড়ায় একটি মাটির রিং স্লাব (পাট) তৈরির কারখানায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, ভোরে প্রতিদিনের মতো পচা কারখানায় কাজে যোগ দেন। কাজের একপর্যায়ে টিউবওয়েলের সঙ্গে লাগানো মোটরে হাত দিলে তিনি বিদ্যুতায়িত হন। এ সময় তিনি মাটিতে লুটিয়ে পড়েন। সহকর্মীরা চিৎকার শুরু করলে স্থানীয়রা দৌড়ে এসে তাঁকে উদ্ধার করে দ্রুত আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তবে এ ঘটনায় কারো বিরুদ্ধে কোনো অভিযোগ পাওয়া যায়নি। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি ওই কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন। দুর্ঘটনায় তাঁর মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। প্রতিবেশীরা জানান, তিনি পরিশ্রমী ও শান্ত স্বভাবের মানুষ ছিলেন। হঠাৎ মৃত্যুর ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এটি একটি দুর্ঘটনা। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।”