
আলমডাঙ্গা থানা পুলিশের বিশেষ অভিযানে চুরি মামলাসহ বিভিন্ন মামলার গ্রেফতারী পরোয়ানা ৬ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গত বুধবার রাতে উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত চুরি মামলার আসামী হলো- আলমডাঙ্গার ক্যানেলপাড়ার অশোক ঘোষের ছেলে অন্তিম ঘোষ (২৫),
এছাড়াও অন্য মামলার আসামীরা হলো- উপজেলার ওসমানপুর গ্রামের নুর উদ্দিনের ছেলে সাগর ওরফে হ্যাবল (২১), দুর্গাপুর গ্রামের মৃত নবাব মন্ডলের ছেলে মো. হানিফ (৩৭), পূর্ব কমলাপুর মাধবী তলার নুরুল ইসলামের ছেলে
মো. আল মামুন (৪০), নওদাপাড়ার মৃত সিরাজ মালিতার ছেলে মো. খলিল মালিতা (৬০), প্রাগপুর গ্রামের মৃত আজিম উদ্দিনর ছেলে মো. স্বপন (২৬) ফরিদপুর গ্রামের আজিজুল হকের স্ত্রী মোছা. সিপালী বেগম।
পুলিশ জানিয়েছে, গত বুধবার রাতে উপজেলার বিভিন্ন গ্রামে পুলিশের বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে গ্রেফতারকৃতরা সবাই বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আসামি।
আলমডাঙ্গা থানার কর্মকর্তারা জানান, গ্রেফতারকৃত সাতজনকে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।