
বীর মুক্তিযুদ্ধা হাজী রাহাজ উদ্দিন ইন্তেকাল করেছেন। রাষ্ট্রীয় মার্যাদায় গার্ড অব অনার প্রদান শেষে দাফনকার্য সম্পন্ন করা হয়েছে।
জানা গেছে, আলমডাঙ্গা বাবুপাড়া নিবাসী, একতা ক্লিনিকের স্বত্বাধিকারী, বীর মুক্তিযোদ্ধা হাজী রাহাজ উদ্দিন (৮০) গতকাল বৃহস্পতিবার, ভোর ৫টায় বার্ধক্যজনিত কারণে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল আলমডাঙ্গা দারুস ছালাম ঈদগাঁ মাঠে তাকে গার্ড অফ অনার প্রদান করা হয়েছে।
বীর মুক্তিযুদ্ধা হাজী রাহাজ উদ্দিন কুষ্টিয়া মীরপুর উপজেলার আম্বাড়িয়া ইউনিয়নের কুর্শা হাই স্কুলের সাবেক শিক্ষক ছিলেন। তিনি আলমডাঙ্গা থানাপাড়া নিবাসী মরহুম আক্কাস আলি (সাবেক ওসি আলমডাঙ্গা)-এর মেজ জামাতা ছিলেন। মরহুমের গ্রামের বাড়ি কুর্শা মিরপুর, কুষ্টিয়া। তিনি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশ নেন। সম্প্রতি রোগে আক্রন্ত হলে কিছুদিন তার চিকিৎসা চলছিল। হটাৎ গতকাল অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপালে নেওয়ার চেষ্টা কালে ইন্তেকাল করেন।
গতকাল বাদ যোহর আলমডাঙ্গা দারুস সালাম ঈদগাহ ময়দানে রাষ্ট্রীয় মার্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়েছে। গার্ড অব অনারে উপস্থিত ছিলেন, আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলাম, ওসি দতন্ত আফজাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা ডাঃ লিয়াকত আলী, বীর মুক্তিযোদ্ধা সমসের মল্লিক, বীর মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী মাষ্টার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার সহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
তারা বীর মুক্তিযোদ্ধা রাহাজ উদ্দিনের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। মরহুমের জানাজা গার্ড অফ অনার শেষে গতকাল দুপুর ২টায় আলমডাঙ্গা দারুসসালাম কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।