
আলমডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের সামনে মোবাইল ফোনের দোকানে চুরির ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় চুরি হওয়া মালামালের বেশির ভাগ উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, গত বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোরের মধ্যে অজ্ঞাতনামা চোরেরা টিনের চাল কেটে মো. ফিরোজ আলীর দোকানে প্রবেশ করে। দোকান থেকে ৮টি মোবাইল ফোন, মনিটর, হার্ডডিস্ক, চার্জার, হেডফোন, ব্যাটারি ও নগদ ১৭ হাজার টাকা সহ প্রায় এক লাখ ২০ হাজার টাকার মালামাল নিয়ে যায়।
ঘটনার পর আলমডাঙ্গা থানার ওসি মাসুদুর রহমানের নেতৃত্বে এসআই নুর ইসলাম অভিযান চালান। গত শনিবার গভীর রাতে এরশাদপুর গ্রাম থেকে মো. ইয়ামিন আলী (২০) কে গ্রেপ্তার করে পুলিশ। তার বাড়ি এরশাদপুরেই।
পুলিশ তার বাড়ি থেকে চুরি হওয়া মাইক্রোফোন, কম্পিউটার মনিটর, হার্ডডিস্ক, ২৬টি মোবাইল ব্যাটারি, পাঁচটি চার্জার, পাঁচটি হেডফোন, পাঁচটি মোবাইল ফোনসহ চুরির কাজে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করে।
গ্রেপ্তারকৃত ইয়ামিনকে আজ রবিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।