
আলমডাঙ্গায় যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের কর্মসূচীর শুভ সুচনা করা হয়।
গতকাল মঙ্গলবার সকালে সরকারী ও বেসরকারী ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৯টায় শহীদ মুক্তিযোদ্ধা মাজারে পুস্পমাল্য অর্পন শেষে আলমডাঙ্গা শহীদ মুক্তিযোদ্ধা মাজারে, ফাতেহা পাঠ ও মুনাজাত করা হয়। এসময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার পান্না আক্তার, বীরমুক্তি যোদ্ধা এ্যাডঃ আব্দুর রশিদ, বীর মুক্তিযোদ্ধা এম সবেদ আলী, বীর মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযুদ্ধা ডাঃ শাহাবুদ্দিন, বীর মুক্তিযুদ্ধা মতিউর রহমান, বীর মুক্তিযোদ্ধা আলতাব হোসেন, বীর মুক্তিযোদ্ধা শফিউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা শফিউর রহমান জোয়ার্দার,বীর মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী,বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান ধুনা, বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক,উপজেলা সহকারি কমিশনার ভুমি আশিষ কুমার বসু, ওসি বানি ইসরাইল, উপজেলা প্রকৌশলী তাওহিদ, শিক্ষা অফিসার আলাউদ্দিন, জনস্বাস্থ প্রকৌশলী আব্দুর রশিদ,মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হক প্রমুখ।এছাড়াও পুস্পমাল্য অর্পন করেন আলমডাঙ্গা উপজেলা বিএনপি, উপজেলা জামায়াতে ইসলামী, সরকারি কলেজ, মহিলা কলেজ, ওজোপাডিকো, এমসবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়,মাধ্যমিক বালিকা বিদ্যালয়, পল্লিবিদ্যুত, আলমডাঙ্গা থানা,সরকারি স্কুল, পৌর সভা, উপজেলা বিএনপি,পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল,শ্রমিক দল,স্বেচ্ছা সেবক দল সহ বিভিন্ন সামাজিক সংগঠন।
বেলা ১০ টায় উপজেলা মঞ্চে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার পান্না আক্তার । উপজেলা ভুমি অফিসের মাজেদুর রহমানের উপস্থাপনায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা এম সবেদ আলী, বীর মুক্তিযুদ্ধা শফিউর রহমান জোয়ার্দার, বীর মুক্তিযোদ্ধা ডাঃ শাহাবুদ্দিন আহমেদ শাবু , বীর মুক্তিযোদ্ধা শফিউদ্দিন,উপজেলা সহকারি কমিশনার ভুমি আশিষ কুমার বসু, থানার অফিসার ইনচার্জ বানি ইসরাইল।আরও উপস্থিত ছিলেন সাবেক মুক্তিযোদ্ধা বৃন্দ, আলমডাঙ্গা প্রেসক্লাবের সাবেক সভাপতি খন্দকার শাহ আলম মন্টু, সাবেক সাধারণ সম্পাদক ,বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের, সমাজ সেবা কর্মকর্তা সাজ্জাদ হোসেন, উপজেলা শিক্ষা অফিসার আলাউদ্দিন,প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ মাহমুদুলহক, মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হক,মহিলা বিষয়ক কর্মকর্তা মাকসুরা জান্নাত,আইসিটি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, জনস্বাস্থ প্রকৌশলী আব্দুর রশিদ, ভিডিপি কর্মকর্তা প্রমুখ।
অন্যদিকে আলমডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সকাল ৮টায় দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন ও শহীদ জিয়ার প্রতিকৃতিতে মাল্যদান শেষে র্যালি সহকারে শহীদ মাজারে গিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আক্তার হোসেন জোয়ার্দার, সাধারণ সম্পাদক আমিনুল হক রোকন, পৌর বিএনপি’র সভাপতি আজিজুর রহমান পিন্টু,সাধারন সম্পাদক জিল্লুর রহমান ওল্টু,যুবদলের আহবায়ক মীর উজ্জল, যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম, পৌর যুবদলের, যুগ্ম আহ্বায়ক খন্দকার আব্দুল কাদের, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এমদাদ হোসেন, শ্রমিক দলের নেতা আইনাল হক, ছাত্রদলের নেতৃবৃন্দ। পরে দলীয় অফিসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন, আলমডাঙ্গা পৌর বিএনপি’র সভাপতি আজিজুর রহমান পিন্টু। সাংগাঠনিক সম্পাদক আনোয়ার হোসেনের উপস্থাপনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি আক্তার হোসেন, সাধারণ সম্পাদক আমিনুল হক রোকন, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ওল্টু, উপজেলা বিএনপি’র সাংগাঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, পৌর বিএনপি’র সাংগাঠনিক সম্পাদক কাজী আলী আসগার সাচ্চু, সাংগঠনিক সম্পাদক মোঃ রাশেদুল ইসলাম, সহ-সাংগাঠনিক সম্পাদক খন্দকার হাসিবুল ইসলাম,যুগ্ম সম্পাদক মাহবুবুল হক মাষ্টার,মখলেছুর রহমান মিলন,আসিফ আল নুর, নির্বাহী সদস্য খন্দকার রুবায়েত ফেরদৌস বাপ্পি, উপজেলা যুবদলের আহবায়ক মীর আসাদুজ্জামান উজ্জল, সদস্য সচিব রফিকুল ইসলাম, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক খন্দকার আব্দুল কাদের, যুগ্ম আহবায়ক নাজিম মোল্লা, উপজেলা ছাত্রদলের আহবায়ক তন্ময়, কুমারী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহবুবুল হক, বেলগাছি ইউনিয়ন বিএনপির সভাপতি আমজাদ হোসেন,বেলগাছি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামাল হোসেন, খাসকররা ইউনিয়ন বিএনপি সভাপতি আব্দুর রশিদ প্রমুখ।অন্যদিকে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে হারদী ইউনিয়ন যুবদল নেতা তৌসিফ খান এবং আল-আমিন হিমেল এর নেতৃত্বে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধান্জলী, দোয়া মাহফিল এবং পুস্পস্তব অর্পন করা হয়। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হারদী যুবদল নেতা সন্দীপ,শরিফুল, কালাম, জামাল উদ্দিন সহ আরও অনেকে।হাটবোয়ালিয়া বিএনপি ও হাটবোয়ালিয়া স্কুলের উদ্যোগে মহান বিজয় দিবস পালিত হয়েছে । অন্যদিকে আলমডাঙ্গা সরকারি কলেজ কর্তৃক আয়োজিত ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযথ মর্যাদার সাথে উদযাপিত হয়। এই দিবসটি উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি আলোচনা সভা, পুরুষ্কার বিতরণী ও দোয়া মাহফিল আয়োজন করা হয়। দিনটিকে সামনে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয় ।অধ্যক্ষ প্রফেসর ডক্টর মো: মফিজুর রহমানের সভাপতিত্বে, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রভাষক ডক্টর মহবুব আলম।
অনুষ্ঠানের শুরুতে কোরান থেকে তেলোয়াত করেন প্রভাষক জামালউদ্দিন এবং গীতা থেকে পাঠ করেন প্রভাষক পলি রানি সিনহা। শুভেচ্ছা বক্তব্য রাখেন ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা কমিটির আহ্বায়ক সহকারী অধ্যাপক মহিতুর রহমান। দিবসটির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন সহকারী অধ্যপক মোহা: আব্দুল মোনয়েম, (সাবেক ভার প্রাপ্ত অধ্যক্ষ),সহকারী অধ্যপক সহকারী অধ্যপক সাইদুর রহমান।বিকাল ৪ টার সময় উপজেলা সাহিত্য পরিষদ আয়োজিত কবিতা পাঠ ও আলমডাঙ্গা কলাকেন্দ্রের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরন করা হয়।এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার পান্না আক্তার ,সহকারি কমিশনার ভুমি আশিষ কুমার বসু প্রমুখ।


