আলমডাঙ্গায় ২০১ বোতল বাংলা মদ সহ ৫ জনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার জেহালা ইউনিয়নের খুদিয়াখালী স্কুল পাড়ার আলোচিত মাদক কারবারী আরতী দাসের বাড়িতে সেনাবাহিনী ও মুন্সিগঞ্জ ফাঁড়ি পুলিশ এ অভিযান পরিচালনা করেন।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার খুদিয়াখালি গ্রামের মাদক করবারী আরতি দাস (৩০) ও তার স্বামী চয়ন দাস (৩৩) এবং একই এলাকার মাধব দাসের দুই ছেলে সঞ্জয় দাস (২৫) ও জয় দাস (২০) ও মৃত অধির দেবনাথের ছেলে অখিল দেবনাথ (৩৫)।
পুলিশ জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার রাত ১২ টার দিকে হারদী সেনাবাহিনী ও মুন্সিগঞ্জ ফাঁড়ি পুলিশের একটি দল পশুহাট সংলগ্ন খুদিয়াখালী স্কুলপাড়ার মাদক কারবারী আরতি দাসের বাড়িতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন।
অভিযানে চিহ্নিত মাদক কারবারী আরতি দাস, তার স্বামী চয়ন দাস, সঞ্জয় দাস, জয় দাস ও অখিল কুমার দেবনাথকে গ্রেফতার করা হয়। এসময় আরতী দাসের বাড়ি থেকে ২শ' ১ বোতল বাংলা মদ উদ্বার করে যৌথবাহিনী। তাদের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মাদক দ্রব্য আইনে মামলা হয়েছে। গ্রেফতারকৃত মাদক কারবারীদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।