
আলমডাঙ্গায় যৌথ বাহিনীর মাদকবিরোধী অভিযানে ৫০ পিস ট্যাপেনটাডল ট্যাবলেট, নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ ঘটনায় এক দম্পতিকে গ্রেফতার করা হয়েছে।
বাংলাদেশ সেনাবাহিনীর হারদী অস্থায়ী ক্যাম্পের নেতৃত্বে গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে এ অভিযান পরিচালিত হয়। সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে আলমডাঙ্গা থানা পুলিশের এসআই (নিঃ) মো. নুর ইসলাম শিকদার ও সঙ্গীয় ফোর্স অংশ নেন।
গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন— আলমডাঙ্গা পৌর এলাকার স্টেশনপাড়ার মৃত মহর আলী বিশ্বাসের ছেলে সাজ্জাদুল আলম ছপু (৪৫) ও তার স্ত্রী রুনা খাতুন (৪০)। অভিযান চলাকালে তাদের বসতবাড়ির সামনে থেকে ৫০ পিস ট্যাপেনটাডল ট্যাবলেট, মাদক বিক্রয়ের নগদ দুই হাজার ৬৮৩ টাকা এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামত ঘটনাস্থলেই জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।
পরে গতকাল শুক্রবার আলমডাঙ্গা থানায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬ (১) সারণির ২৯ (ক) ধারায় মামলা (নম্বর-১২/২০২৫) রুজু করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে।