আলমডাঙ্গায় সাংবাদিক আজমের মায়ের মৃত্যু, বিভিন্ন মহলের শোক প্রকাশ

আলমডাঙ্গায় সাংবাদিক আজমের মায়ের মৃত্যু, বিভিন্ন মহলের শোক প্রকাশ

আলমডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বনিক সমিতির নির্বাহী সদস্য খন্দকার হামিদুল ইসলাম আজমের মা মোছাঃ হামিদা বানু মারা গেছেন।

আজ শুক্রবার সকাল সাড়ে ৮ টার দিকে শহরের হাউরোড এলাকার নিজ বাসায় বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর। তিনি ৩ ছেলে, ১ মেয়ে, নাতী, নাতনি সহ অসংখ্য আত্নীয় স্বজন রেখে গেছেন।

আজ শুক্রবার দারুস সালাম মাঠে জানাজা শেষে কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

হামিদা বানুর মৃত্যুতে শোক জানিয়েছেন চুয়াডাঙ্গা ১ আসনের মাননীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন, জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি খুস্তার জামিল, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদুজ্জামান লিটু, সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম খান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু মুসা, সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, আওয়ামীলীগ নেতা বিশিষ্ট ব্যবসায়ী শিক্ষা অনুরাগী লিয়াকত আলী লিপু মোল্লা, সাবেক মেয়র আলহাজ্ব মীর মহিউদ্দিন,বনিক সমিতির সভাপতি আরেফিন মিয়া মিলন, সাধারন সম্পাদক খন্দকার আব্দুল্লা আল মানুন,কোষাধ্যক্ষ আলাউদ্দিন,বীর মুক্তিযোদ্ধা এ্যাডঃ খন্দকার নাশির উদ্দিন মঞ্জু,বীর মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী,আলহাজ্ব নাজমুল হক স্বপন, সময়ের সমীকরন পত্রিকার প্রকাশক ও সম্পাদক শরিফুজ্জামান, হাজী আব্দুর রহমান,হাজী আজাদ, হাজী শেখ জাহাঙ্গির, কৃষি ব্যাংকের সাবেক জিএম কোরাইশি মাহমুদুল হাসান লন্টু,সরকারি কলেজের সহকারি অধ্যাপক মোনায়েম, সহকারি অধ্যাপক কবি আসিফ জাহান, সহকারি অধ্যাপক মিজানুর রহমান, সময়ের সমীকরন পত্রিকার প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, কাজী রবিউল হক, বনিক সমিতির সাবেক সম্পাদক হাজী মীর শফিউদ্দিন, সাংবাদিক নাহিদ হাসান, এন এইচ শাওন,রহমান মুকুল, আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মন্টু, সিনিয়র সাংবাদিক প্রশান্ত বিশ্বাস, সহ-সভাপতি জামশিদুল হক মুনি, আনোয়ার হোসেন, মৌলভী আবুল কাশেম, শেখ শফিউজ্জামান, রুনু খন্দকার, যুগ্ম সাধারন সম্পাদক এম সাহাবুল হক, তানভীর সোহেল কে এ মান্নান, সাংগঠনিক সম্পাদক মামুন কাইরুল সহ-সাংগঠনিক সম্পাদক বশিরুল আলম, প্রচার সম্পাদক জাফর জুয়েল সহ প্রচার সম্পাদক হাসিবুল ইসলাম, কোষাধ্যক্ষ সৈয়দ সাজেদুল হক মনি, শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক জামিরুল ইসলাম সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আতিকুর রহমান আতিক, ক্রীড়া বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক গোলাম সারোয়ার সদু, আইসিটি বিষয়ক সম্পাদক ফাইন ফয়সাল, সদস্য নাসির উদ্দিন, রানা আহমেদ, লালটু রহমান প্রমুখ।

মরহুমের মৃত্যুর সংবাদ শুনে আলমডাঙ্গা ক্লাবের সকল সদস্যবৃন্দ মরহুমের বাড়িতে যান এবং শোকাহত পরিবারের সদস্যদের সাথে সমবেদনা প্রকাশ করেন।