
আলমডাঙ্গায় ১০০ গ্রাম গাঁজাসহ একজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার শিয়ালমারী গ্রামের বানাতখাল মোড়ে এ অভিযান চালানো হয়।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাসুদুর রহমান, পিপিএম জানান, সকালে গ্রেফতারি পরোয়ানা তামিল ও মাদকদ্রব্য উদ্ধার অভিযানে বের হন তাঁরা।
এ সময় গোপন সংবাদের ভিত্তিতে আসমানখালী পুলিশ ক্যাম্পের এসআই (নিঃ) আহম্মদ আলীর নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়।
অভিযানে শিয়ালমারী উত্তরপাড়ার একটি চায়ের দোকানের সামনে থেকে বটিয়াপাড়া গ্রামের মৃত আহম্মদ আলী বিশ্বাসের ছেলে মো. মশিউর রহমান মন্টু (৬০)-কে আটক করা হয়। তাঁর কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ।
পরে ঘটনাস্থলেই জব্দ তালিকা মূলে আলামত জব্দ করা হয়। এ ঘটনায় আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় মামলা (নং-১১, তারিখ- ০৪/০৯/২০২৫) দায়ের করা হয়েছে।
ওসি মাসুদুর রহমান বলেন, “মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। এলাকায় মাদক নির্মূলে পুলিশের পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতাও প্রয়োজন।”