আলমডাঙ্গা শহরের এক সময়ের সুপরিচিত বডি বিল্ডার স্টেশনপাড়া নিবাসী খন্দকার রাজা আহামেদ (৫৭) আর নেই।
আলমডাঙ্গার অতিপরিচিত বডিবিল্ডার রাজা আহম্মেদ আর নেইজানা গেছে, আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সাবেক শিক্ষক মরহুম খন্দকার আহমদ আলির ছেলে রাজা আহম্মেদ আজ শুক্রবার স্টেশনপাড়াস্থ নিজ বাসভবনে হার্ট স্ট্রোক করে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বিকেল ৫টার সময় আলমডাঙ্গা দারুস সালাম প্রাঙ্গণে তাঁর জানাজা অনুষ্ঠিত। জানাজায় উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা ১ আসনের জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী রাসেল পারভেজ,বিএনপি নেতা আনিসুর রহমান আনিস, সমাজসেবক লিয়াকত আলী লিপু মোল্লা, আলমডাঙ্গা জামে মসজিদের খতিব জুলফিকার আলি, সামসুল হক টুকু, আশরাফুল হক লুলু, আনোয়ার হোসেন মৃধা, আব্দুল হাই, তফসির আহম্মেদ লাল, শাহ আলম মন্টু, রুনু খন্দকার প্রমুখ। জানাযা পরিচালনা করেন, আলমডাঙ্গা ওয়াপদা জামে মসজিদের ইমাম আইয়ুব আলি। নামাজের জানাজা শেষে দাফনকাজ সম্পন্ন করা হয়।