
আলমডাঙ্গা উপজেলার খাসকররা গ্রামে মাছ ভর্তি বালতির পানিতে পড়ে ইয়াসিন নামের আটমাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ রবিবার বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আটমাসের শিশু ইয়াসিন খাসকররা গ্রামে দক্ষিণ পাড়ার কৃষক আলমগীর হোসেন ও মনিকা খাতুন দম্পতির ছোট ছেলে।
শিশুটির মা মনিকা খাতুনের কথা বলা সম্ভব হয়নি। তিনি বার বার মূর্ছা যাচ্ছেন। আর জ্ঞান ফিরলেই প্রলাপ বকছেন।
নিহত শিশু ইয়াসিনের পিতা আলমগীর হোসেন বলেন, আমি কাজের বাড়ির বাইরে ছিলাম। ছোট ছেলে ইয়াসিনকে নিয়ে আমার স্ত্রী ঘরে ঘুমিয়ে ছিলেন। বড় ছেলে খেলা করছিল। ঘুমন্ত অবস্থায় খাটের সাথে রাখা মাছ ভর্তি বালতির পানিতে খাট থেকে গড়াতে গড়াতে এসে পড়ে যায় আমার ছেলে। আমরা পরে টের পেয়ে প্রথমে গ্রাম্য ডাক্তারের কাছে নিলে তিনি দ্রুত হাসপাতালে নিতে পরামর্শ দেন। আমরা আমার ছেলেকে নিয়ে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে আসলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ইয়াসিনকে মৃত ঘোষণা করেন। এ কথা বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন আলমগীর হোসেন।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. খালিদ হাসান বলেন, পরিক্ষা-নিরিক্ষার পর ইয়াসিনকে মৃত ঘোষনা করা হয়। হাসপাতালে আসার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।