আলমডাঙ্গার চিৎলায় সারের গোডাউনে অগ্নিকা- ৫০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় একটি সার-কীটনাশক ও জ্বালানি তেলের গোডাউনে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে।

গতকাল বুধবার সকাল ১০টায় উপজেলার চিৎলা গ্রামে প্রবাসী মাসুম বিল্লাহর গোডাউনে ওই অগ্নিকা-ের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে প্রায় ৪ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে নেয় চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট।

স্থানীয়রা জানান, সকালে প্রবাসী মাসুম বিল্লাহর তিনতলা বিশিষ্ট ভবনে পাইপ ফিটিংসের কাজ করছিল শ্রমিকরা। পাইপ ফিটিংসের কাজে আগুন ব্যবহার করছিল তারা। এসময় অসাবধানতা বসত আগুনের ফুলকি ভবনের নিচে পড়ে গোডাউনে আগুন লেগে যায়।

এতে গোডাউনে থাকা ২০ ড্রাম ডিজেল ও পেট্রোল, ৭০০ বস্তা বিভিন্ন ধরনের সার, কীটনাশক, বিভিন্ন প্রকার প্লাস্টিক পাইপসহ ৭০০ বস্তা সিমেন্ট পুড়ে যায়।

পুড়ে যায় পাশে থাকা বিচুলি ও পাট খড়ি। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট।

প্রবাসী মাসুম বিল্লাহর ভাই হাবিবুর রহমান জানান, সকালে শ্রমিকরা পাইপ ফিটিংসের কাজ করার সময় আগুন ব্যবহার করছিল।

এসময় অসাবধানতা বসত আগুনের ফুলকি ভবনের নিচে থাকা পাট খড়ি ও বিচুলির গাদায় পড়ে। এতে দাও দাও করে জ্বলতে থাকে আগুন। এক পর্যায়ে আগুন লাগে গোডাউনের ভিতরে।

চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক আব্দুস সালাম জানান, সকাল থেকে প্রায় ৪ ঘন্টা চেষ্টার পর দুপুরের দিকে নিয়ন্ত্রণে আসে আগুন। এতে আনুমানিক ৫০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

-আলমডাঙ্গা প্রতিনিধি