আলমডাঙ্গার পাইকপাড়ায় সরকারি জমি দখল করে ঘর নির্মাণের অভিযোগ
আলমডাঙ্গায় কালিদাসপুর দাসপাড়ার মোড়ে অনন্ত দাসের বিরুদ্ধে সরকারি জমি দখলের অভিযোগ উঠেছে। নিজের জমি বিক্রয় করে আবারো পূণরায় সরকারি জমি দখল করার ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
এ ঘটনায় উপজেলা প্রশাসন দ্রুত ব্যবস্থা নিবে এমনটাই আশাবাদী এলাকাবাসীর।
জানাগেছে, আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর ইউনিয়নের পাইকপাড়ার দাসপাড়া মোড়ে সাড়ে ৪ শতক জমি সরকারি খাস খতিয়ান ভুক্ত। দীর্ঘদিন সাধারণ মানুষ দখল করে দোকান নির্মাণ করে। এ ঘটনায় গত কয়েক পূর্বে আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে দোকান গুলো উচ্ছেদ করে। উচ্ছেদকৃত জায়গায় স্থানীয়দের উদ্যোগে ছোট করে মসজিদ নির্মাণ করা হয়।
ওই সরকারি জায়গার পাশে দীর্ঘদিন ধরে অন্তত দাস নামের একজন তার পরিবার নিয়ে বসবাস করে। দাসপাড়ায় তার জমির পরিমাণ সাড়ে ৪ শতক। গত কয়েক বছর পূর্বে দেড় শতক জমি একই গ্রামের ফজলু হকের ছেলে রেজাউলের নিকট বিক্রয় করে দেয়। এছাড়াও উচ্ছেদকৃত জমির মালিকানা দাবি করে সরকারি জমি আলিমদ্দিনের ছেলে নাজিমের কাছে ৫০ হাজার টাকায় বিক্রয় করে। রেজাউলের নিকট দেড়শত জমি বিক্রয়ের কারণে উচ্ছেদকৃত জায়গায় আবারো ঘর নির্মাণের অভিযোগ ওঠে।
এ ঘটনায় অনন্ত দাস বলেন, আমি গরিব মানুষ। জমি বিক্রয় করে যাতায়াতের জন্য রাস্তা না থাকায় টিনের ঘর তৈরি করছি। তিনি আরো বলেন, রাস্তার পাশে সরকারি জমি হওয়ায় বিক্রয়কৃত জমির মালিক তার রাস্তার জন্য চাপ দিচ্ছে। কারণ, বিক্রিত জমির সামনের অংশও সরকারি খাস।
স্থানীয় ইউপি সদস্য শিপন জানান, সরকারি জায়গা দখলের কোন সুযোগ নেয়। দখলকে কেন্দ্র করে এলাকায় উত্তেজোনা বিরাজ করছে। উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমে সমাধানের চেষ্টা করা হচ্ছে।