
চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার বাঁশবাড়িয়া গ্রামে ঋণের কিস্তি পরিশোধ করতে না পেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন কৃষক ইকরামুল হক মোহন (৩৫)। গতকাল মঙ্গলবার সকালে নিজের বাড়িতে এই করুণ ঘটনা ঘটে।
স্থানীয় ও পারিবারিকসূত্রে জানা গেছে, মোহন ওই গ্রামের কাউসার আলির ছেলে। পেশায় তিনি একজন কৃষক ছিলেন। প্রায় এক বছর আগে তার মেরুদণ্ডে হাড়ক্ষয় রোগ ধরা পড়ে, যার ফলে তিনি ভারী কাজ বা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে পারতেন না।
চিকিৎসার ব্যয় এবং সংসারের খরচ চালাতে মোহন স্থানীয় কয়েকটি এনজিও থেকে ঋণ নেন। কিন্তু অসুস্থতার কারণে উপার্জন বন্ধ হয়ে যাওয়ায় কিস্তি পরিশোধ করা তার পক্ষে সম্ভব হচ্ছিল না। প্রতিবেশী ও আত্মীয়রা জানান, শেষ কয়েক মাসে এনজিও কর্মীদের ধারাবাহিক চাপ ও ঋণের ভয় তাকে মানসিকভাবে ভেঙে দিয়েছে।
বাঁশবাড়িয়ার স্থানীয়রা বলেন, “মোহন খুবই সহজ-সরল মানুষ ছিলেন। অসুস্থ হওয়ার পর তাকে মানসিকভাবে খুব বেশি ভেঙে পড়তে দেখেছি। আজ তার মৃত্যুতে পুরো গ্রামে শোকের ছায়া ফেলেছে।”
পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাটি খতিয়ে দেখছেন। তবে এই সংবাদ লেখা পর্যন্ত সংশ্লিষ্ট এনজিও কর্তৃপক্ষের কোনো মন্তব্য পাওয়া যায়নি।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ বানী ইসরাইল জানান, এ বিষয়ে প্রাথমিকভাবে থানায় একটি ইউ ডি মামলা দায়ের করা হয়েছে।