আলমডাঙ্গার বাড়াদী ইউনিয়নের ত্রী-বার্ষিক সম্মেলন

আলমডাঙ্গা উপজেলার বাড়াদী ইউনিয়ন আওয়ামী লীগের ত্রী-বার্ষিক সম্মেলন অনুষ্টিত হয়েছে।

মকবুল হোসেন সভাপতি ও শহিদুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত। ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে বাড়াদী ইউনিয়ন পরিষদ চত্তরে গত ১৮ নভেম্বর বিকাল সাড়ে ৩ টার দিকে ত্রী- বার্ষিক সম্মেলনে সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রজ্জাক।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি
মুক্তিযোদ্ধা চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দার ছেলুন। ত্রি-বার্ষিক সম্মেলন এর উদ্ভোধন করেন আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র হাজী হাসান কাদির গণু।

প্রধান অতিথি হিসেবে গুরত্বপুর্ণ বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগ এর সভাপতি চুয়াডাঙ্গা ১ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন।

এ সময় তিনি বলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে দেশ এগিয়ে চলেছে। অথচ বিরোধীদল দেশকে অস্থিতিশীল করতে নানা মুখী স্বড়যন্ত্র করছে। পাকিস্থানের ২৩ বছর শাসনামলে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব প্রায় ১৪ বছর জেল খেটেছেন এ দেশের মানুষের মুক্তির দাবিতে। কিন্ত পাকিস্তানি শাসক গন শুধু এই দেশের সম্পদ লুন্ঠন করে পশ্চিম পাকিস্থানকে সম্মৃদ্ধ শালী করেছে।

আমাদের দেশের চিনি, কাগজ, পাট, পশ্চিম পাকিস্তানে নিয়ে গেছে, পরে ওখান থেকে এনে আমাদের কাছে ডবল দামে বিক্রয় করেছে। তারা আমাদের সাথে চরম বৈশম্য দেখিয়েছে, আমরা একের পর এক বৈশম্যের স্বীকার হতে হতে দেয়ালে পিঠ ঠেকে গেছে। আজ আমরা একটি স্বাধীন ভুখন্ড পেয়েছি, একটি পতাকা পেয়েছি। আমাদের ছেলেরা প্রেসিডেন্ট, প্রধান মন্ত্রী, মন্ত্রী, সচিব, ডিসি, এসপি, মেজর জেনারেল হচ্ছে।

কিন্ত তখন আমরা ভাল ফলাফল করলেও চাকরি পাইনি। তাই বঙ্গবন্ধুর কন্যার হাতকে শক্তিশালী করতে হবে। বঙ্গবন্ধু ৩৬ হাজার প্রাথমিক বিদ্যালয়কে জাতীয় করন করেছিলেন, দীর্ঘ বছর পর তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা আবারও ২৬ হাজার স্কুল সরকারি করন করেছে। আমরা উন্নয়নে বিশ্বাস করি, আর বিএনপি জামাত জোট দেশকে জঙ্গী রাষ্ট্র বানাতে চাচ্ছে।

তাই আসেন সকল ভেদাভেদ ভুলে সংগঠনকে শক্তিশালি করেগড়ে তুলি। আওয়ামী লীগ একটি বড় দল, এই দলে প্রতিযোগীতা থাকবে, কিন্ত প্রতিহিংসা নয়। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। দেশে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করতে হবে।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সহ- সভাপতি খুস্তার জামিল, সাংগাঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, মাসুদুজ্জামান লিটু বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক ইয়াকুব আলী মাষ্টার, পৌর আওয়ামী লীগের সভাপতি আবু মুসা, সম্পাদক সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব লিয়াকত আলী লিপু মোল্লা, মুক্তিযোদ্ধা হামিদুল ইসলাম আজম, সাংগাঠনিক সম্পাদক আতিয়ার রহমান, কাজী খালেদুর রহমান অরুন, জেলা আওয়ামী লীগের সদস্য দেলোয়ার হোসেন।

ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক মকবুল হোসেনের উপস্থাপনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সহিদুল ইসলাম, রেজাউল ইসলাম তবা, মাসুদ রানা তুহিন, নুরুল ইসলাম দিপু, ইউপি চেয়ারম্যান আবু সাইদ পিন্টু, আব্দুর রাজ্জাক, উপজেলা যুবলীগের সভাপতি আহসান উল্লাহ , বিআরডিবি চেয়ারম্যান মহিদুল ইসলাম মুহিদ, জেলা যুবলীগের সদস্য পৌর কাউন্সিলর মতিয়ার রহমান ফারুক, সাইফুর রহমান পিন্টু, সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি আশরাফুল ইসলাম, পৌর ছাত্রলীগের সভাপতি নয়ন সরকার, সৈকত খান, সাকিব, অটল।

সভায় সর্বসম্মতি ক্রমে মকবুল হোসেনকে সভাপতি ও শহিদুল ইসলাম লন্টু কে সাধারণ সম্পাদক করে ৬৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

-আলমডাঙ্গা প্রতিনিধি