আলমডাঙ্গায় অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন

আলমডাঙ্গায় অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন

আলমডাঙ্গায় অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ অভিযান ২৩-২৪ উদ্বোধন করা হয়েছে। উপজেলা সংগ্রহ ও মনিটারিং কমিটির আয়োজনে গতকাল বুধবার সকাল ১১টায় খাদ্য গুদাম চত্বরে এ অভিযানের উদ্বোধন করা হয়।

আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ধান ও চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রেহানা পারভীন,উপজেলা ফুড অফিসার আব্দুল হামিদ,উপজেলা ভারপ্রাপ্ত গোডাউন কর্মকর্তা আব্দুল আলিম, মিল চাতাল মালিক সমিতির সভাপতি আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক তোফাজ্জেল হোসেন, সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদিন ক্যাপ জয়নাল, সিরাজ এগ্রো ফুডের স্বত্বাধীকারি পক্ষের আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

উপজেলা খাদ্য অফিস সুত্র জানায় এবার ৪৪ টাকা দরে ৩৮০ মেট্রিক টন চাল ও ৩০ টাকা দরে ৬৩৬ মেট্রিক টন ধান সংগ্রহ করবে সরকার।

উপজেলা কৃষি অফিস থেকে প্রকৃত কৃষকদের তালিকা দিলে সেই তালিকা মোতাবেক কৃষকদের কাছ ধান ক্রয় করা হবে। এছাড়া তালিকা ভুক্ত মিল চাতাল মালিকদের কাছ থেকে সরকারি দরে চাল ক্রয় করা হবে।