আলমডাঙ্গায় আওয়ামী লীগের উদ্যোগে নির্বাচনী সভায় অনুষ্টিত

আলমডাঙ্গা পৌরসভা নির্বাচন উপলক্ষে ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে নির্বাচনী সভা অনুষ্টিত হয়েছে।

গতকাল ৯ ফেব্রুয়ারি রাত ৮ টার দিকে পৌর এলাকার চারতলার মোড়ে সোনা পট্রিতে নির্বাচনী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক ও সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দার টোটন ।

এ সময় তিনি বলেন বাংলাদেশ করোনা টিকা প্রদানে বিশ্বের ২৪তম দেশ। যা প্রধান মন্ত্রী জননেন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের কারণে সম্ভব হয়েছে। করোনায় বাংলাদেশে কয়েক হাজার মানুষ মৃত্যুবরণ করেছে, দেশের মানুষের কথা চিন্তা করে উনি দ্রুত সময়ে করোনার টিকা এনে বাংলাদেশের মানুষকে বিনামূল্যে প্রদান করেছেন।

বাংলাদেশ আওয়ামী লীগ উন্নয়ের রাজনীতি করে। আমরা যারা আওয়ামী লীগের কর্মী তাদের সকলকে মনে রাখতে হবে মুক্তিযুদ্ধের চেতনায় সকলকে ঐক্যবদ্ধ করে আগামী ১৪ তারিখ আলমডাঙ্গা পৌর নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে হবে। আপনাদের নাগরিক সুবিধাসহ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতীকে ভোট দিতে হবে।

নৌকা জননেন্ত্রী শেখ হাসিনার প্রতীক, নৌকা বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দার ছেলুনের প্রতীক। তাই আপনারা আগামী ১৪ই ফেব্রুয়ারির পৌর নির্বাচনে নৌকাকে বিজয়ী করে আলমডাঙ্গা পৌর সভার উন্নয়নের যাত্রা অব্যাহত রাখবেন। পৌর মেয়র প্রার্থী হাসান কাদীর গনু বলেন

আপনারা জানেন আমি সম্প্রতি বিভিন্ন রাস্তার নির্মাণ কাজ শুরু করেছি। গত বছরেই এই কাজ শেষ হয়ে যেত, এমপি সোলায়মান হক জোয়ার্দের মাধ্যমে আমরা যে ভাবে এক সাথে ৩৩ টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন করেছি, যা কোন মেয়র বা কোন সরকারের আমলে হয়নি। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকাকে বিজয়ী করতে হবে।

সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রশান্ত অধিকারি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খুস্তার জামিল, সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, এ্যাডঃ বিল্লাল হোসেন, চুয়াডাঙ্গা পৌর আওয়ামী লীগের সম্পাদক আলাউদ্দিন হেলা, এ্যাড. শামসুজোহা, উপজেলা, আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, হামিদুল ইসলাম, যুগ্ম-সম্পাদক কাজী রবিউল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি ও ভাইস চেয়ারম্যান সালমুন আহমেদ ডন ও আতিয়ার রহমান।

৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সম্পাদক জহুরুল হকের উপস্থাপনায় বক্তব্য রাখেন, উপজেলা, জেলা ছাত্রলীগের সাবেক নেতা স্বপন, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি ডাঃ অমল কুমার বিশ্বাস, আমিনুল হক মোল্লা, বনিক সমিতির সভাপতি আরেফিন মিয়া মিলন, পৌর ছাত্রলীগের সভাপতি নয়ন সরকার, আলমডাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক হাসানুজ্জামান, সিহাব উদ্দিন, বিশ্বজিৎ সাধু খা, পলাশ আচার্য, মাসুম হোসেন, হাসেম মিয়া, বীর মুক্তিযোদ্ধা মনিন্দ্রনাথ দত্ত প্রমুখ।