আলমডাঙ্গায় এমপি ছেলুন জোয়ার্দ্দারের মতবিনিময়

আলমডাঙ্গায় আওয়ামীলীগ নেতাকর্মিদের সাথে ঈদত্তোর মতবিনিময় সভা করেন চুয়াডাঙ্গা ১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন।গতকাল ১৬ মে সকাল ১১ টায় আলমডাঙ্গা উপজেলা আওয়ামীলীগের অফিসে দলীয় নেতাকর্মিদের সাথে মতবিনিময় সভা করেন। এসময় তিনি বলেন, সকল মানুষকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। করোনা

উপসর্গ দেখা দিলে লুকিয়ে না রেখে চিকিৎসকের শরণাপন্ন হবেন,মনে রাখবেন বিএনপি,জামাত করোনা নিয়েও রাজনীতি শুরু করেছে,আপনাদের সজাগ থাকতে হবে,এই মহামারির দুঃসময়ে মানুষের পাশে থাকতে হবে।আপনারা শুনে থাকবেন সরকার মানবিক কারনে ভারতে আটকে পড়া বাংলাদেশীদের দেশে ফিরিয়ে আনার ব্যাবস্থা করেছেন।মোট ১২শত আটকে পড়াদের মধ্যে দর্শনা বর্ডার দিয়ে প্রায় সাড়ে ৩ শ লোক প্রবেশ করবে।তাদের মধ্যে যারা করোনা পজেটিভ থাকবে তাদের হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হবে।আর যাদের করোনা পজেটিভ নেই তাদেরকে চুয়াডাঙ্গার বিভিন্ন প্রতিষ্টানে ১৪ দিন কয়ারাইনটাইনে রাখা হবে। হোম কোয়ারেন্টিনে থাকা রোগীদের সঙ্গে মানবিক আচরণ, এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করতে হবে।

মতবিনিময় সভায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র হাসান কাদির গনুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সহিদুল ইসলাম, আলমডাঙ্গা থানার তদন্ত অফিসার সেলিম উদ্দিন , জেলা আওয়ামীলীগের সদস্য আবু মুছা,শহ আলম, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি বিশিষ্ঠ ব্যবসায়ী ও শিক্ষানুরাগী আলহাজ লিয়াকত আলী লিপু মোল্লা,খন্দকার শাহ আলম মন্টু,হামিদুল ইসলাম,সাংগাঠনিক সম্পাদক কাজী খালেদুর রহমান অরুন , পৌর আওয়ামীলীগের সভাপতি দেলোয়ার হোসেন।

উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সম্পাদক ইয়াকুব আলীর উপস্থাপনায় ,বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক মাসুদ রানা তুহিন, পৌর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সাইফুর রহমান পিন্টু, রাজাবুল হক মনা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সভাপতি অ্যাড. সালমুন আহমেদ ডন, কুমারী ইউপি চেয়ারম্যান আবু সাঈদ পিন্টু, ডাউকি ইউপি চেয়ারম্যান তরিকুল ইসলাম ।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সম্পাদকের মধ্যে নুরুল ইসলাম দিপু, জয়নাল আবেদীন, মোল্লা কামরুজ্জামান শামিম, মাহমুদুল হাসান চঞ্চল, আশিকুজ্জামান ওল্টু, আইনাল হক, দিদার আলী, মকবুল হোসেন, কাউন্সিলর মজিবুল হক, পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি শহিদুল হক অপু মোল্লা, সদস্য মহসিন কামাল, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সম্পাদকের মধ্যে আক্তারুজ্জামান, জাহাঙ্গীর হোসেন, দেলোয়ার মোল্লা, আসমান মালিথা,পরিমল কুমার ঘোষ,মাহবুব হোসেন,সোনাউল্লাহ,কামাল হোসেন,মৎসজীবি লীগের জেলা আহবায়ক শাহাবুল হক,উপজেলা আহবায়ক রেজাউল হক,সিরাজুল ইসলাম, কলেজছাত্রলীগ সভাপতি আশরাফুল হক, পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক নাহিদ হাসান তমাল, প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল হোসাইন বাদশা, ছাত্রলীগ নেতা রকি, সাকিব প্রমুখ।পরে এমপি ছেলুন আলমডাঙ্গা বধ্যভূমি পরিদর্শন করেন