আলমডাঙ্গায় করোনা ভাইরাসের টিকা প্রদান কার্যক্রম শুরু

আলমডাঙ্গায় করোনা ভাইরাসের টিকা প্রদান কর্যক্রম শুরু করা হয়েছে। গতকাল রোববার সকাল ১১টার দিকে আনুষ্ঠানিক ভাবে হারদী স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব হোসেন প্রথম টিকা গ্রহণ করেন।

পরে উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা: হাদী জিয়াউদ্দিন আহম্মেদ, সাংবাদিক এমদাদ হোসেন, ফাহিম ফয়সালসহ মোট ২১ জন প্রথম দিন করোনার টিকা গ্রহণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মো: লিটন আলী, ডা: লিয়াকত আলী, ডা: সিরাজ উদ্দিন আহম্মেদ, ডা: রাকিব শাহরিয়ার, শেখ ওবাইদুল্লাহ, এসএইএমও মহাসিন আরা মায়া এসএসএন ফাতেমা খাতুন, এসএসএন আনোয়ার খাতুন, সুমিতা পারভীন, ডা: সেলিম রেজা, ডা: সাইফুল ইসলাম, ডা: আবুল কালাম আজাদ, ডা: রাসেদুজাজামান পলাশ, ডা: শারমিন আক্তার, এসএসএন আশমত আরা, আমাতূল বারী ও আলেয়া পারভীন।

টিকা প্রদান কার্যক্রমকালে বক্তাগণ বলেন, কোন গুজবে কান না দিয়ে টিকা গ্রহণ করুন। টিকা সম্পূর্ণ নিরাপদ। এর কোন পার্শ্বপ্রতিক্রিয়া নেই। সবাইকে টিকা নেওয়ার ব্যাপারে আগ্রহী করে তুলুন।