আলমডাঙ্গায় ছাগলে ঘাস খাওয়ায় বৃদ্ধকে মারপিটের অভিযোগ

আলমডাঙ্গার এনায়েতপুর গ্রামে ছাগলে ঘাস খাওয়াকে কেন্দ্র করে বৃদ্ধকে মারপিট করা অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার বিকেলে উপজেলার বাড়াদি ইউনিয়নের এনায়েতপুর মাঠের মধ্যে এ ঘটনাটি ঘটে।

মারপিটের ঘটনায় বৃদ্ধ নবিছদ্দিন গুরুত্বর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠায়। জানাগেছে, আলমডাঙ্গা উপজেলার বাড়াদি ইউনিয়নের এনায়েতপুর গ্রামের সিদ্দিকের ছেলে সাহাবুল (৩৮) সে জলিপিলি মাঠে ঘাসের চাষ করে।

ওই মাঠে বৃদ্ধ নবিছদ্দিন ছাগল রাখতে যায়। তার ছাগল গুলো ঘাসের ক্ষেতে ঢুকে ঘাস খাওয়ায় বৃদ্ধ নবিছদ্দিনকে বিভিন্ন ভাষায় গালিগালাজ করে। এ সময় নবিছদ্দিন তার ছাগলে ঘাস খাওয়ায় সাহাবুলের নিকট ক্ষমাও চায়।

তারপরও সাহাবুল ক্ষিপ্ত হয়ে বাঁশ দিয়ে বৃদ্ধ নবিছদ্দিনকে বেধড়ক মারপিট করে। এতে সে গুরুত্বর আহত হয়। দ্রুত স্থানীয়রা উদ্ধার করে হারদি স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করে। মারপিটের ঘটনায় বৃদ্ধার একটি পা ভেঙে যায়।

এ ঘটনায় আলমডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।