আলমডাঙ্গায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভাপতি অনুষ্টিত হয়েছে।

গতকাল মঙ্গলবার সকাল ১০ টার দিকে উপজেলা চত্তর থেকে শুরু হয়ে র‌্যালীটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্তরে এসে শেষ হয়।
র‌্যালী শেষে উপজেলা হলরুমে আলোচনা সভায় উপজেলা প্রকল্প কর্মকর্তা এনামুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহিল কাফি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুর রশিদ, উপ-সহকারি প্রকৌশলী নজরুল ইসলাম, উপজেলা প্রানী সম্পদ সম্প্রসারন কর্মকর্তা ডা. শরিয়ত উল্লাহ, মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস, মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল বারি, বিআরডিবি অফিসার শায়লা সারমিন, মহিলা বিষয়ক কর্মকর্তা মাকসুরা জান্নাত, তথ্য কর্মকর্তা স্নিগ্ধা দাস, প্রেসক্লাব সভাপতি খন্দকার শাহ আলম মন্টু, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা হামিদুল ইসলাম।

উপজেলা খাদ্য পরিদর্শক রাকিবুল ইসলামের উপস্থাপানায় আরও উপস্থিত ছিলেন, খাদ্য কর্মকর্তা মফাখাইরুল ইসলাম, স্টেশন অফিসার মখলেসুর রহমান, হাফেজ ওমর ফারুক, শিক্ষক সামসুন্নাহার, মলিনা পারভীন, মনিরুজ্জামান, নাজমুল হাসান, জামাল উদ্দান, শহিদুল ইসলাম, ফয়জুল হক প্রমুখ।

সভা শেষে জনকল্যান মাধ্যমিক বিদ্যালয়ে মহড়া অনুষ্টিত হয়েছে।

মেপ্র/আরপি