আলমডাঙ্গায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

আলমডাঙ্গায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, স্মার্ট সোনার বাংলা গড়ব’-এ বছরের এ প্রতিপাদ্যকে সামনে রেখে আলমডাঙ্গায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। আজ রবিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ দিবসটি বিভিন্ন আয়োজনের মাধ্যমে পালিত হয়েছে।

প্রথমে উপজেলা পরিষদ এলাকা থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে আলমডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া প্রদর্শন করেন।
এ দিবস উপলক্ষ্যে উপজেলা পরিষদের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আয়ুব হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার সালমুন আহম্মেদ ডন।

কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামীম রেজার সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার আব্দুল্লাহিল কাফি, ইন্সটেক্টর জামাল হোসেন, খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা আব্দুল হামিদ, আনসার ও ভিডিপি কর্মকর্তা আজিজুল হাকিম। উপজেলা স্কাউটের সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক নুরুল ইসলাম দীপু, স্কাউট অরিদ্র সূত্রধর, উপজেলা মডেল মসজিদের মোয়াজ্জেন হাফেজ হাসান আলী, ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আল মামুন।