আলমডাঙ্গায় দুই ব্যবসায়ীকে ১২ হাজার টাকা জরিমানা

আলমডাঙ্গা পৌর শহরে ও জামজামী বাজারে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছেন।

রবিবার (১২ জুলাই) আদালত পরিচালনা করা হয়। আদালতে খন্দকার বেকারী ও জামজামীর সাহা ওয়েল স্টোরকে ১২ হাজার টাকা জরিমানা করেছেন। আদালত পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষনের সহকারী পরিচালক সজল আহমেদ।

আদালত সূত্রে জানা গেছে, আলমডাঙ্গার কাঁচা বাজার, মাছ বাজার, মুদিখানার দোকান ও হোটেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজারে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর অভিযান পরিচালনা করে। পৌর শহরের নতুন বাস স্ট্যান্ডে অবস্থিত খন্দকার বেকারীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও মোড়কীকরনে বিধি অমান্য করায় ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া, জামজামী বাজারে ভেজাল তেল বিক্রি করায় সাহা ওয়েল স্টোরকে জরিমানা করা হয় ৮ হাজার টাকা।