আলমডাঙ্গায় ধর্ষণের অভিযোগে ইলেকট্রিক মিস্ত্রি গ্রেফতার

আলমডাঙ্গার কামালপুর গ্রামের ইলেকট্রিক মিস্ত্রিকে ক্লিনিকের এক আয়াকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ।
জানা যায়, আলমডাঙ্গার কামালপুর গ্রামের মোনায়েম আলীর ছেলে ইলেকট্রিক মিস্ত্রি এনামুল হকের (২৭) বিরুদ্ধে কাঠাভাঙ্গা গ্রামের শিউলি খাতুন (৩০) থানায় ধর্ষণের অভিযোগ করে। অভিযোগের পর পুলিশ ওই ইলেক্ট্রিক মিস্ত্রিকে গ্রেফতার করেছে।

এজাহার সূত্রে জানা যায়, শিউলি খাতুন আলমডাঙ্গার একটি ক্লিনিকে আয়া হিসেবে কাজ করেন। এরই এক পর্যায়ে বেশ কিছু দিন আগে এনামুল হকের সাথে শিউলি খাতুনের মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। প্রেমের সম্পর্ক গড়ে উঠায় বউ পরিচয় দিয়ে বিভিন্ন স্থানে নিয়ে বেড়িয়েছে।

গত ১১ এপ্রিল বিয়ে করবেন এমন প্রতিশ্রুতি দিয়ে আলমডাঙ্গা শহরে আসতে বলে। শিউলি খাতুন প্রেমিকের কথা মত আলমডাঙ্গা শহরে গিয়ে প্রেমিকের সাথে দেখা করেন। বিয়ের জন্য শহরের এক বাড়িতে নিয়ে জোর করে ধর্ষণ করা হয়েছে বলে জানান শিউলি।

এলাকাবাসি জানিয়েছে, শিউলি খাতুন অভিযুক্ত এনামুল হকের সমন্ধীর ফুফু শাশুড়ী। সেই সুবাদে এনামুলের সাথে শিউলি খাতুনের আগে থেকেই পরিচিত ছিল। তাদের মধ্যে মোবাইলে কথাবার্তার এক পর্যায়ে প্রেমের সম্পর্ক গড়ে উঠে।

এ সংক্রান্ত শিউলি খাতুনের লিখিত অভিযোগ পাওয়ার পর পুলিশ গতকাল শুক্রবার এনামুলকে গ্রেফতার করেছে। আজ শনিবার শিউলি খাতুনের মেডিকেল পরীক্ষা করা হবে।