আলমডাঙ্গায় নৌকা প্রার্থীর অফিসে হামলা ও ভাংচুর মামলা, আটক- ৩

আলমডাঙ্গায় নৌকার সমর্থকদের কুপিয়ে জখম, অফিস ও বাড়িঘর ভাঙচুরের ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে মোবাইল সমর্থকরা হামলা চালিয়ে এ ঘটনা ঘটায়।

জানা গেছে, আলমডাঙ্গায় পৌর নির্বাচনের মেয়র প্রার্থী এম সবেদ আলীর সমর্থকরা রাতে পৌর এলাকার চাতাল মোড়ে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হাসান কাদির গনুর নির্বাচনী অফিসে হামলা চালায়।

মোবাইলের অফিস ভাঙ্গার অভিযোগে তারা চাতাল মোড়, কলেজপাড়া,আনন্দধাম,গোবিন্দপুর এলাকার নৌকার ৫টি অফিস ভাঙচুর করে।

এ সময় চাতাল মোড়ে বসে থাকা আওয়ামী লীগ কর্মী এরশাদপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে আব্দুর রশিদ, মৃত জিন্নাহের ছেলে শাহিন ও জামিল উদ্দিনের ছেলে বিপ্লবকে কুপিয়ে জখম করে।

একই সময় ৫টি অফিসে হামলা চালানো হয়। ভাঙচুর করা হয় কলেজপাড়ার যুবলীগ নেতা হাসেমের বাড়ি, ছাত্রলীগ নেতা মিডিল মৃধার বাড়ি হামলা চালানো হয়।

এ ঘটনায় রাতেই নৌকার পক্ষে সাল্লাহউদ্দিন বাদী হয়ে থানায় মামলা দায়ের করে। এ মামলার আসামি হিসেবে পুলিশ গোবিন্দপুর গ্রামের মৃত মর্জেম আলীর ছেলে রবিউল ইসলাম (৫২) একই গ্রামের মৃত আনছার মন্ডলের ছেলে আলতাব হোসেন (৩৫), মৃত আব্দুর রহমানের ছেলে খলিল (৫৮) কে গ্রেফতার করেছে পুলিশ। এদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।