আলমডাঙ্গায় পুরাতন তেল নতুন দামের চেয়েও বেশিতে বিক্রি করায় জরিমানা

আগে থেকে মজুদ করা বোতলজাত সয়াবিন তেল বেশি দামে বিক্রির অভিযোগে আলমডাঙ্গার মুন্সিগঞ্জ বাজারে এক মুদি দোকানিকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার সকালে এই অভিযান চালানো হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহমেদ জানান, মুন্সিগঞ্জের কয়েকটি দোকানে আগে থেকে মজুদ করা বোতলজাত সয়াবিন তেল বিক্রি হচ্ছিলো।

কিন্তু বিক্রেতারা বোতল থেকে আগের দাম মুছে ফেলে নতুন দামের চাইতেও বেশি দামে বিক্রি করছিলেন। প্রমাণ পাওয়ায় ওই এলাকার মেসার্স মজিদ স্টোরের মালিককে ১০ হাজার টাকা জরিমানা এবং বাকি ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। এছাড়াও গোডাউনে উদ্ধারকৃত তেল ন্যায্য মূল্যে বিক্রয় করা হয়।

এছাড়া মূল্যবিহীন মেসার্স জননী চাউল ভান্ডারকে চাউলসহ অন্যান্য পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে ২ হাজার টাকা জরিমানা করা হয়।