আলমডাঙ্গায় পূর্বশত্রুতার জের ধরে ভুট্টা ক্ষেতে বিষ প্রয়োগ

আলমডাঙ্গায় পূর্বশত্রুতার জের ধরে এক কৃষকের ২ বিঘা ভুট্টা ক্ষেত বিষ দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার নাগদাহ ইউনিয়নের জোরগাছা গ্রামের জিন্নাত আলি এ অভিযোগ করেন।

এ ভুট্টা ক্ষেত বিষ দিয়ে পুরিয়ে দেওয়ার ঘটনায় জিন্নাত আলি বাদি হয়ে আলমডাঙ্গা থানায় লিখিত অভিযোগ করেন।

জানাগেছে, আলমডাঙ্গা উপজেলার নাগদাহ ইউনিয়নের জোরগাছা গ্রামের মৃত শুকুর আলি বিশ্বাসের ছেলে জিন্নাত আলীর সাথে দীর্ঘদিন যাবৎ একই গ্রামের মৃত মোজাহার মন্ডলের ছেলে গোলবারের সাথে জমি নিয়ে পূর্ব শত্রুতা চলে আসছে। এ নিয়ে চুয়াডাঙ্গা কোর্টে ও আলমডাঙ্গা থানায় বিভিন্ন মামলা চলমান রয়েছে।

গত ১৪ই ফেব্রুয়ারি সকালে জিন্নাত আলি ভুট্টা ক্ষেতে পানি দিতে যায়। এ সময় পানি দেওয়ার মুহূর্তের রোদ্রের উপস্থিতি পেয়ে গাছ গুলো নুয়ে পড়ে। সে চিন্তিত অবস্থায় কৃষি বিভাগের মাঠ কর্মীকে দিয়ে পরিক্ষা করে।

তিনি জানান, তার ভুট্টা ক্ষেতে ঘাস মারা বিষ প্রয়োগ করা হয়েছে। এ কারণেই গাছ নুয়ে পড়ছে। গতকাল মঙ্গলবার সকালে ভুট্টা ক্ষেতে গিয়ে দেখে ভুট্টা গাছ গুলো হলুদ হয়ে মারা যাচ্ছে।

এ ঘটনায় জিন্নাত আলি বলেন, গোলবারের সাথে পূর্ব জমি সংক্রান্ত জের ধরে বিভিন্ন সময় তাকে হুমকি প্রদান করে। ইতোপূর্বে গোলবারসহ আবুল মন্ডলের ছেলে ফিরোজ ও ইমতাদুল তাকে মারপিটও করে। এ কারণেই জিন্নাত আলি তাদের সন্দেহ করে বলে জানায়।