আলমডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

আলমডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

আলমডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। আজ সকাল ১১টায় আলমডাঙ্গা উপজেলা প্রশাসন ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে এসে শেষ হয়।

র‍্যালী শেষে এ সময় দিবসটির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে অনুষ্ঠানে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী আব্দুর রশিদ নিজে হাত ধুয়ে বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঠিকভাবে হাত ধোয়ার নিয়ম সম্পর্কে অবহিত করেন।

পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় উপজেলা নিবার্হী অফিসার স্নিগ্ধা দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আইয়ুব হোসেন।

বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র হাসান কাদির গনু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার সালমুন আহমেদ ডন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা নাহিদ, থানা অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথ। কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামীম রেজার উপস্থাপনায় বক্তব্য রাখেন সমাজসেবা অফিসার নাজমুল হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হক, উপজেলা শিক্ষা অফিসার শামসুজ্জোহা,আলমডাঙ্গা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোনায়েম হোসেন,প্রভাসক ড,মাহবুবুর রহমান, উপজেলা প্রকৌশলী আরিফুউদ্দৌলা,সরকারি স্কুলের প্রধান শিক্ষক রবিউল হক খান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, জনস্বাস্থ্য সহকারি প্রকৌশলী আব্দুর রশিদ,আবাসিক প্রকৌশলী মুন্সি জহুরুল হক,উপ-সহকারি প্রকৌশলী রোকুনুজ্জামান, তথ্য কর্মকর্তা স্নিগ্ধা দাস, আনসার ভিডিপি কর্মকর্তা আজিজুল হাকিম, ইন্সট্রাক্টর জামাল উদ্দিন,বিআরডিবি কর্মকর্তা শায়লা সারমিন,আব্দুল মান্নান, ফায়ার সার্ভিস কর্মকর্তা আল মামুন, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারিস উদ্দিন, মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হাসিনুর রহমান, হাটবোয়ালিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এর অধ্যক্ষ শামীমা নাসরিন, আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মন্টু, সাধারণ সম্পাদক খন্দকার হামিদুল ইসলাম আজম প্রমুখ। সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।