আলমডাঙ্গায় বৃদ্ধি পাচ্ছে করোনা ভ্যাকসিন গ্রহণের হার

আলমডাঙ্গায় করোনা ভাইরাস প্রতিরোধে কোভিড-১৯ এর ভ্যাকসিন গ্রহণে আগ্রহ বাড়ছে। গত ১০ দিনে ১৫ শত ৬১ জন করোনা ভাইরাসের ভ্যাকসিন গ্রহণ করেছে। আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান, ওসি, সাংবাদিক ও পুলিশ টিকা গ্রহণ করেছেন।

গত ৭ ফ্রেরুয়ারি সারা দেশের ন্যায় আলমডাঙ্গাতেও করোনা ভাইরাসের টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে। প্রথম দিন হারদী হাসপাতালে আলমডাঙ্গা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব হোসেন, উপজেলা স্বাস্থ্য প প কর্মকর্তা ডাঃ হাদী জিয়াউদ্দিন আহম্মদসহ ২১ জন টিকা গ্রহণ করেন। ৭ তারিখ থেকে গতকাল ১৬ তারিখ পর্যন্ত ১০ দিনে ১৫৬১ জন টিকা গ্রহণ করেছেন।

এদের মধ্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ লিটন আলী, থানা অফিসার ইনচার্জ আলমগীর কবির, উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাডঃ সালমুন আহম্মদ ডন, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম, যুগ্ম-সম্পাদক প্রশান্ত বিশ্বাস, সাংবাদিক তানভীর আহম্মেদ সোহেল, এমদাদ হোসেন, রোকনুজ্জামান রোকন, ফাইম ফয়সাল, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক ইয়াকুব আলী,

সাবেক বিআরডিবি চেযারম্যান মহিদুল ইসলাম মুহিদসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এ বিষয়ে উপজেলা স্বাস্থ প প কর্মকর্তা ডাঃ হাদী জিয়াউদ্দিন আহম্মদ জানান আলমডাঙ্গর দুটি কেন্দ্রে টিকা প্রদান করা হচ্ছে। এখনও কারও কোন পার্শ্ব প্রতিক্রিয়ার খবর পাওয়া যায়নি। প্রতিদিন টিকা গ্রহণের হার বৃদ্ধি পাচ্ছে।